Featured Video Play Iconজেলা 

বোলপুরের শৈলবালা স্কুলের ৪২ জন ছাত্রী উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, পাস করানোর দাবিতে বিক্ষোভ স্কুল চত্বরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টে কম নম্বর দেওয়াই অকৃতকার্য হয়েছে তারা। স্কুলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে ফেল করিয়ে দেওয়ার জন্য আত্মহত্যার হুমকি দিল পরীক্ষার্থীরা। তার সাথেই স্কুল চত্বরে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ঘটনা বোলপুর পুরসভার ১৬ নং ওয়ার্ডের শৈলবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের। এই স্কুলে এবছর ১৫০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।

তাদের মধ্যে ৪২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সেই সমস্ত ছাত্রীদের দাবি শৈলবালা স্কুল কর্তৃপক্ষ প্রজেক্ট ওয়ার্কে তাদের ইচ্ছাকৃতভাবে কম নাম্বার দিয়েছে। তার ফলে অধিকাংশ জনি ইংরেজি ও বাংলা বিষয়ে ফেল করেছে। ফল হাতে পাওয়ার একদিন পর বিদ্যালয় চত্বরে এসে প্রধান শিক্ষিকার ঘরের বাইরে ব্যাপক বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তারা দাবী করতে থাকে স্কুল কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব নিতে হবে পাস করিয়ে দেওয়ার জন্য। তা না হলে স্কুল চত্বরে আত্মহত্যা করবে ছাত্রীরা।

Advertisement

এমনই হুঁশিয়ারি দিতে দেখা যায় তাদের। করোনা আবহের মধ্যে মাধ্যমিকে ১০০% পড়ুয়ারা পাস করেছে। উচ্চমাধ্যমিকে মাত্র ৩% পড়ুয়া অকৃতকার্য হয়েছে। অন্যান্য স্কুলের সকল পরীক্ষার্থীরা পাস করলেও শৈলবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ তারা ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছে তাদের পড়ুয়াদের। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন রেজাল্টের উপর তাদের কোনো হাত নেই। পর্ষদ থেকে যা রেজাল্ট এসেছে ছাত্রীদের তাই দেওয়া হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ