কলকাতা 

স্বচ্ছ ও দ্রূত উচ্চমাধ্যমিক,মাধ্যমিক ও উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে যৌথভাবে আচার্য সদন ঘেরাও করছেন হবু শিক্ষকরা

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আবার পথে নেমে আন্দোলনের ডাক দিল হবু শিক্ষকরা । তাদের মূল দাবি হল -দ্রূত শিক্ষক নিয়োগ এবং শূন্যপদ বৃদ্ধির দাবি সহ ,নবম –দশম শ্রেনির শিক্ষক নিয়োগ দ্রূত শেষ করতে হবে, পুজোর আগেই নিয়োগ সম্পূর্ণ করতে হবে, উচ্চ-প্রাথমিকে ভেরিফিকেশন দ্রূত করতে হবে, নবম-দশম শ্রেনির নিযোগের পরই উচ্চ-প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে , শারীর শিক্ষা ও কর্মশিক্ষা মেধা তালিকা প্রকাশ করে দ্রূত নিয়োগ করার ব্যবস্থা সহ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নভেম্বর মাসের মধ্যে শেষ করার দাবিতে আগামী ২৪ আগষ্ট আবার রাস্তায় নেমে আন্দোলনে সামিল হচ্ছেন হবু শিক্ষকরা ।

সোস্যাল মিডিয়ায় এই আন্দোলন নিয়ে ব্যাপক প্রচার চলছে । রাজ্যের সাধারণ মানুষেরও সহানুভুতি পাচ্ছেন আন্দোলনকারীরা। আসলে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নানা কারণে দেরি হচ্ছে আর এতেই ক্ষুদ্ধ হচ্ছেন চাকরি প্রার্থীরা । মামলা জেরেই একাদশ-দ্বাদশে কাউন্সিল প্রক্রিয়াও একবার বন্ধ করে দিতে হয়। এই অবস্থায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানেরও পরিবর্তন করা হয়েছে । নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রূত শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

Advertisement

এই আন্দোলনের দাবি সমূহ,

১) ৯-১০ এর পিডিএফ এবং ভ্যাকান্সি লিস্ট এই মাসেই প্রকাশ করে কাউন্সেলিং এর নোটিশ দিতে হবে। এর পাশাপাশি সমস্ত ৯-১০ প্রসেস ১৫ই সেপ্টেম্বরের মধ্যে দ্রুত শেষ করতে হবে। নিয়োগ পত্র পুজোর আগে দিতেই হবে। ২) আপারের প্রথম ফেজের ভেরিফিকেশন ৯-১০ শেষ হবার সাথে সাথেই শুরু করতে হবে। ৩) ওয়ার্ক ও ফিজিক্যাল এডুকেশনের মেরিট লিস্ট দ্রুত দিতে হবে এবং দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ৪) আপার প্রাইমারীর নেক্সট ফেজ আপডেটেট ভ্যাকান্সি তে করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − seven =