কলকাতা 

সিআইডিকে চ্যালেঞ্জ জানালেন ভারতী ঘোষ

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : এযেন লুকোচুরি খেলা হচ্ছে । একদিকে রাজ্য সিআইডি,  অন্যদিকে ভারতী ঘোষ।চলছে জমজমাট লড়াই। এই দুই জনের পারস্পরিক লড়াই-এ চাপা চড়ে গেছে মূল সমস্যা।এদিকে আজ এক অডিও বার্তা প্রকাশ করে ভারতী ঘোষ  জানিয়েছেন, তিনি হাইকোর্টে শীঘ্রই আবেদন জানাতে চলেছেন। যেখানে তাঁর সম্পত্তি নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডি এবং আয়কর দপ্তরের মাধ্যমে তদন্তের দাবি জানাবেন।

দিনকয়েক আগে স্বামী এম ভি রাজুকে সিআইডি নির্যাতন করছে বলে অভিযোগ এনেছিলেন ভারতী ঘোষ। পরে সুপ্রিম কোর্টে সিআইডি-র বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেয়। দেখে নেওয়ার চ্যালেঞ্জও জানান। সেটা যে কথার কথা ছিল না, তা প্রমাণে এখন প্রস্তুত হচ্ছেন তিনি। উদ্যোগ নিয়েছেন আইনি লড়াইয়ের জন্য। অন্তরালে থেকে একটি নথিও প্রকাশ্যে এনেছেন।

Advertisement

এদিকে ভারতী ঘোষের এই উদ্যোগ  দেখে পুলিশের এক কর্তা বলছেন, “আগে উনি এই নথি আদালতে পেশ করুন। তারপর দেখা যাক কী হয়।”ভারতী ঘোষের মামলায় বারবার উঠে এসেছে তাঁর তিলজলার একটি বাড়ির কথা। অভিযোগ, তোলাবাজি করে ভারতী সেখানে জমি কিনেছিলেন। জমিটির খতিয়ান নম্বর ১৩০, দাগ নম্বর ৪১। কিন্তু নথি প্রকাশ করে ভারতী দাবি করেছেন, তিনি তখন ডেপুটেশনে রাষ্ট্রপুঞ্জের হয়ে সোমালিয়ায় কর্মরত ছিলেন। সেটা ২০১০ সাল। ভারতী তখন ডিএসপি পদে পোস্টিং ছিলেন। নথি বলছে সেই সময় জমিতে তাঁর নাম ছিল। বাড়ি তৈরির জন্য যে অর্ডার সরকারের থেকে তিনি নিয়েছিলেন তাই সামনে এনেছেন ভারতী। তাঁর অভিযোগ, আদালতে তথ্য গোপন করেছে সিআইডি। কত টাকায়, কীভাবে বাড়ি তৈরি করেছিলেন তার সবই নাকি সিআইডিকে দেওয়া হয়েছিল।

এপ্রসঙ্গে ডিআইজি (অপারেশনস) নিশাত পারভেজ বলেন, “এ বিষয়ে কোনও মন্তব্য নয়। আপনি যদি কোনও অপরাধ করেন তবে আপনি কি বলবেন, আমি অপরাধী ? কোনও অপরাধীই স্বীকার করে না তিনি অপরাধ করেছেন।”


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 1 =