জেলা 

‘ইয়াস’- এ বিপর্যস্ত শ্যামপুর থানার অনন্তপুর অঞ্চলের অসহায় পরিবারের পাশে ছাত্র সংগঠন এ আই ডি এস ও

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

অনন্তপুর, শ্যামপুর: আজ সোমবার (২১ জুন,২০২১) শ্যামপুর থানার অনন্তপুর অঞ্চলের ‘ইয়াস’ ঘূর্ণিঝড় ও রূপনারায়ণ নদীর তীব্র জলোচ্ছ্বাসে বিপর্যস্ত অসহায় পরিবারের প্রায় ষাটোর্ধ্ব পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে খাদ্য ও পাঠসামগ্রী বিতরণ করল ছাত্র সংগঠন এ আই ডি এস ও’।এই ত্রাণ বিতরণের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য স্বপন জানা, হাওড়া গ্রামীণ জেলা কমিটির সভাপতি কল্যাণ চক্রবর্তী ও সহ-সভাপতি সেখ আজহারুদ্দিন সহ অন্যান্য জেলা নেতৃত্ব।প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৬ মে বিধ্বংসী ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গের সমূদ্রতীরবর্তী তিনটি জেলা দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার বিস্তীর্ণ অংশ।

তারপর থেকেই সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে এই সমস্ত এলাকাতেই ত্রাণ বিতরণের একাধিক কর্মসূচিতে সামিল হয়েছে রাজ্যের সমস্ত কর্মীরাই,তার‌ই অংশরূপে এই কর্মসূচি বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব।সংগঠনের জেলা সভাপতি কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন যে,”করোনা এবং লকডাউন এর কারণে রাজ্যজুড়ে মানুষ যখন চরম অর্থনৈতিক সংকটের দিনগুজরান করছে তখন এই ইয়াস ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তার উপর দূর্বিষহ অভিশাপ নামিয়ে এনেছে।সরকারি সাহায্য নামমাত্র পরিমাণ এখানে এসে পৌঁছেছে ,যা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য।এমতাবস্থায় সমস্ত দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের সেদিনের জন্য সরকারী উদ্যোগেই খাদ্য ও পাঠসামগ্রী পৌঁছে দেওয়ার দাবি করছি”।

Advertisement

পাশাপাশি এই এলাকার মজে যাওয়া নদীগুলির নাব্যতা বৃদ্ধি ও চিরস্থায়ী বাঁধ নির্মাণের দ্বারা সমস্যা সমাধানের জন্য সরকারকে যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ