দেশ 

দিল্লি হিংসা মামলায়ঃপুলিশের আবেদনে সাড়া না দিয়ে নাতাশা-দেবাঙ্গনা-আসিফের জামিনের পক্ষেই সায় দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লি হাইকোর্ট দুদিন আগেই দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগ গ্রেফতারকৃত তিন জনকে দিল্লি হাইকোর্ট জামিন দিয়েছিল। সেই জামিন হওয়ার পর দেশজুড়ে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়ে গেছে । এক বছর ধরে এই তিনজন জেলে ছিলেন । তারপর দিল্লি হাইকোর্টের বিচারে মঙ্গলবার জামিন পান নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা ও আসিফ ইকবাল। সেই জামিনের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন করে দিল্লি পুলিশ। শুক্রবার সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে জামিন বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হল। তবে আদালত জানায়, এই সিদ্ধান্তের প্রভাব গোটা দেশেই পড়বে। দিল্লি হাইকোর্ট এদেররক জামিন দেওয়ার সময় স্পষ্ট জানিয়ে দেয়, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর মানে এটা নয় যে সে দেশদ্রোহী । এই মামলায় দেশদ্রোহ ধারা চলতে পারে না ।

যদিও আদালত জানিয়ে দিয়েছে, ইউএপিএ-র মতো সন্ত্রাসবাদ বিরোধী কঠোর আইনে অভিযুক্তদের জামিন দেওয়ার এই সিদ্ধান্ত ভবিষ্যতে কোনও মামলার ক্ষেত্রে উদাহরণ হিসাবে তুলে ধরা যাবে না। পাশাপাশি, আগামী মাসে শীর্ষ আদালত দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের সমস্ত আইনি দিক বিচার করে দেখবে। আদালত বলেছে, ‘‘যেহেতু এই ঘটনার সারা দেশে প্রভাব পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাই আদালত পুরো বিষয়টি শুনবে এবং দেশের সাধারণ মানুষের কাছে আইনের বিভিন্ন দিক স্পষ্ট করে দিতে চাইবে।’’ আপাতত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এঁদের মুক্তি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার হাই কোর্টের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে দিল্লি পুলিশ জামিনের সিদ্ধান্ত বাতিলের আবেদন জানায়। দিল্লি পুলিশের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার ফলে নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা ও আসিফ ইকবালের জামিনে আর বাধা রইল না ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ