কলকাতা 

কলকাতার বিভিন্ন প্রান্তে কৈলাসকে কটাক্ষ করে ‘টিএমসি সেটিং মাস্টার’, ‘গো ব্যাক’ পোষ্টার পড়ল , অস্বস্তিতে বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন ধুলিসাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি দলের অন্দরে কলহ স্পষ্ট হয়ে উঠেছে । কয়েক দিন আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় দলের জন্য মমতাকে অনুরোধ করে এক কর্মী যে টুইট করেছিলেন তা রিটুইট করে সমর্থন জানিয়েছিলেন তথাগত । কিন্ত এর রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে কলকাতার বিভিন্ন প্রান্তে পোষ্টার পড়ল । পোস্টারে কৈলাসকে ‘টিএমসি সেটিং মাস্টার’, ‘গো ব্যাক’ বলে কটাক্ষ করা হয়েছে। পোস্টারে আবার মুকুল রায়ের সঙ্গে কৈলাসের ছবিও রয়েছে। মুরলীধর সেন লেনের সদর দফতরের বাইরে, হেস্টিংসে কার্যালয়ের বাইরে ও বিমানবন্দরের কাছে এই পোস্টার পড়েছে। এই পোস্টার থেকে এটা আরও স্পষ্ট যে কৈলাসের প্রতি দলের অন্দরেই ক্ষোভ মারাত্মক আকার নিয়েছে। অনেকেই তাঁর অপসারণের দাবি তুলেছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপি-র পদাধিকারীদের বৈঠক ছিল। সেখানেও হাজির ছিলেন না কৈলাস। ভোটের ফল ঘোষণার পর কৈলাস নিজের রাজ্য মধ্যপ্রদেশে ফিরে যান, সেই থেকে পশ্চিমবঙ্গে আসেননি। কৈলাস না এলেও অমিত মালব্য ও অরবিন্দ মেননরা কলকাতায় এসেছিলেন। এসেছিলেন বিজেপি-র যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। তাঁদের নিয়ে হেস্টিংস অফিসে বিজেপি-র কোর কমিটির বৈঠক হয়।

Advertisement
রাজনৈতিক মহলের একাংশের মতে, তথাগতর রাগ কৈলাসের উপরেই বেশি। সেটা প্রকাশ পেয়েছে। রাজ্য বিজেপি-র অনেকেই মনে করেন তৃণমূলের সঙ্গে ‘গোপন বোঝাপড়া’ ছিল মুকুল ও কৈলাসের। সেই কারণে নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। সিদ্ধার্থনাথ সিংহ পর্যবেক্ষক থাকাকালীন মুকুলকে দলে নিতে চাননি। কৈলাস পর্যবেক্ষক হয়ে আসার পরই মুকুলক নিয়ে আসেন, তাঁকে গুরুত্বও দিতে শুরু করেন। এছাড়াও দলের অন্দরে কান পাতলে শোনা যেত দিলীপ-কৈলাস বিবাদের কথাও।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ