কলকাতা 

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে করোনা মহামারী শিকার হয়ে মৃত্যু মিছিল অব্যাহত। এবার এই মহামারীর শিকার হয়ে মারা গেলেন নদীয়া জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অজয় দে। যিনি দীর্ঘদিন ধরে শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে দিতে আসছিলেন। কিন্তু গত বিধানসভা অর্থাৎ 2016 বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার 2021 এর বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূলের কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে তিনি 15 হাজারের বেশি ভোটে হেরে যান। আজ শুক্রবার এই বিশিষ্ট রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন। তিনি বেশ কয়েকদিন ধরে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ভেন্টিলেশনে ছিলেন আজ সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন। তার মৃত্যুতে রাজ্য রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক ব্যক্ত করেছেন।

জানা গেছে,সপ্তাহদুয়েক আগে নানা উপসর্গ দেখা দেয়। তাঁকে শান্তিপুর হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই কোভিড টেস্ট করানো হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। তবে সেখানেও চিকিৎসায় বিশেষ সাড়া দেননি তিনি। তাই কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। শেষ পর্যন্ত ভেন্টিলেশনে রাখতে হয় অজয় দেকে। তবে শুক্রবার সকালে সব শেষ। ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকের পথে পাড়ি দেন তিনি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ