কলকাতা 

মালদহের গনিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পড়ুয়াদের শংসাপত্র দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন সুজন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মালদহের গনিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পড়ুয়াদের শংসাপত্র দেওয়ার জন্য বিধানসভার বাম পরিষদীয় নেতা ড. সুজন চক্রবর্তী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হস্তক্ষেপ দাবি করেছেন। গতকাল মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে সুজনবাবু, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য, মালদহের ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা নির্ধারিত সময়ে তাদের পাঠ্যক্রম শেষ করলেও এখনও পর্যন্ত শংসাপত্র হাতে পায়নি। শংসাপত্রের দাবিতে গত ২৩ শে জুলাই থেকে প্রতিষ্ঠানের সামনে তারা অবস্থান শুরু করে। কিন্তু জেলা প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ। এরপরে গত শুক্রবার রাত থেকে কলকাতায় অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।

Advertisement

এদিকে, পড়ুয়াদের সমর্থন জানিয়ে অম্বিকেশ মহাপাত্র, ভাস্কর চন্দ্র দাস, মন্দাক্রান্তা সেন সহ আক্রান্ত আমরার প্রতিনিধিদল গতকাল বিকেলে তাদের সঙ্গে দেখা করেন। অম্বিকেশবাবু জানান, কেন্দ্র ও রাজ্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে চাইছে। ছাত্রছাত্রীদের ন্যূনতম দাবি আদায়ে আন্দোলনের পথে যেতে হচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ