কলকাতা 

৭২ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে অমিত শাহ-র বিরুদ্ধে মানহানী মামলা করার হুশিয়ারি দিয়ে আইনী নোটিস পাঠালো তৃণমূল

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : শনিবার মেয়ো রোডের সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র মন্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে বলে নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ওই নোটিসে  ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ।  মেয়ো রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন অমিত শাহ। দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি।

সিন্ডিকেট ও ভাইপোর নাম করে অভিযোগ করেছিলেন অমিত শাহ। সেই দিনই অমিত শাহের ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস। ডেরেক ও ব্রায়েন সেই সময় দাবি করে জানিয়েছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। না হলে আদালতে যাবে তৃণমূল। ডেরেক ও ব্রায়েন বলেছিলেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে অমিত শাহের কোনও ধারণা নেই। সেই কারণেই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তিনি অপমান করেছেন।

Advertisement

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বিজেপির রাজ্য দফতরে আইনি নোটিশ পাঠান। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মামলা করা হবে বলে জানানো হয়েছে নোটিসে।


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 8 =