কলকাতা 

করোনার জেরে আইসিএসই-এর দশম শ্রেণির পরীক্ষা বাতিল , দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে জুনে নাকি স্থগিত ?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : করোনার জেরে বাতিল হয়ে গেল আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সুনামীর আকার নেওয়ায়সোমবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সিআইএসসিই বোর্ড। সেই সঙ্গে দশম শ্রেণির পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশও দেওয়া হয়েছে। যদিও আইএসসি (দ্বাদশ শ্রেণির) পরীক্ষা কবে হবে, সে ব্যাপারে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও দ্বাদশ শ্রেণি অর্থাৎ আইএসসি পরীক্ষা নিয়ে আলাদা করে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। নোটিসে বলা হয়েছে, ১৬ এপ্রিলের বিজ্ঞপ্তিতে ‘আইএসসি ২০২১’ পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে, আপাতত তাতে কোনও বদল হচ্ছে না। জুন মাসের প্রথম সপ্তাহেই আইএসসি-র নয়া সূচি নিয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে গত বুধবার সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার ঘোষণা করেছিল কেন্দ্র। স্থগিত রাখা হয় বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। সোমবারের নোটিসে সিআইএসসিই-ও জানিয়েছে, দশম শ্রেণির পড়ুয়াদের রেজাল্ট প্রকাশ করা হবে। তবে কোন মানদণ্ডের ভিত্তিতে তা নির্ণয় করা হবে, আর কবে ফল প্রকাশিত হবে তা পরে জানিয়ে দেওয়া হবে সিআইএসসিই-র তরফে।

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ