কলকাতা 

এটিএম প্রতারনার শিকার গ্রাহকদের টাকা ফেরাতে উদ্যোগী মমতা সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : এটিএম থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পর জানিয়েছেন ব্যাঙ্কের অবহেলার কারণে বা নজরদারির অভাবে যাদের টাকা প্রতারকরা তুলে নিয়েছে তাদের প্রত্যেককে টাকা ফিরিয়ে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । এছাড়া এদিন মন্ত্রী সব ব্যাঙ্কের আধিকারিকদের নির্দেশ দেন এটিএমগুলিতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করার । এবার থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে নিজে এটিএমগুলি পরিদর্শন করবেন। যেখানে এটিএমে নিরাপত্তার প্রয়োজন তা নিয়ে নিজের চোখে দেখে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেবেন। এছাড়া তিনি ব্যাঙ্ক আধিাকরিকদের প্রস্তাব দিয়েছেন এটিএমের সিসিটিভি গুলিকে প্রতিদিন মনিটর করা,একইসঙ্গে এই এটিএমের সিসিটিভি গুলিকে সংশ্লিষ্ট থানার সঙ্গে সংযুক্ত করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন মন্ত্রী।

এদিন মন্ত্রী জানিয়েছেন,ব্যাঙ্কের গাফিলতিতে গ্রাহকের টাকা প্রতারকরা তুলে নিলে তার দায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই নিতে হবে। তিনি আরও বলেন, এটিএমগুলির প্রযুক্তিতে আরও পরিবর্তন আনতে হবে। এমন প্রযুক্তি রাখতে হবে যাতে এটিএমে প্রয়োজনীয় এলাকা বাদ দিলে অন্য কোথাও হাত দিলে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসবে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 17 =