দেশ 

জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক অধিকার ৩৫/এ ধারার শুনানীতে ২৭ আগষ্ট পর্যন্ত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জম্মু-কাশ্মীর রাজ্যকে সংবিধানের ৩৫/এ ধারায় যে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে তা নিয়ে জনস্বার্থে যে মামলা দায়ের হয়েছে তার শুনানী আজ স্থগিত করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, এই মামলা এরপর তিন জন বিচারপতির বেঞ্চে উঠবে। পরবর্তী শুনানী ধার্য করা হয়েছে আগামী ২৭ আগষ্ট।

১৯৫৬ সালে জম্মু ও কাশ্মীরে যে সংবিধান গৃহীত হয়, তাতে স্পষ্ট বঅ হয়েছে যে, জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হতে হলে, কী কী শর্ত পালন করতে হবে। এই ধারা অনুযায়ী , কেউ যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরে থাকেন বা সেখানে তাঁর সম্পত্তির বৈধ মালিক হন, তাহলে তিনি রাজ্যের স্থায়ী বাসিন্দা বলে বিবেচিত হবেন। উল্লেখ্য , এ নিয়ে সেরাজ্যে স্থায়ী বাসিন্দা হওয়ার মর্যাদা সংক্রান্ত বিতর্ক ওঠে। জম্মু ও কাশ্মীরের বাইরে সেখানের অনেক মহিলার বিয়ে হওয়ার ফলে , এই আইনের মাধ্যমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাঁরা।

Advertisement

এদিকে, আজ সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, এই মামলা এরপর ৩ জন বিচারপতির বেঞ্চে উঠবে। এই মামলা আপাতত স্থগিত রাখার জন্য জম্মু ও কাশ্মীরের সরকার ও কেন্দ্রীয় সরকার দু’পক্ষের তরফেই আর্জি জানানো হয়। সেই কারণে আগামী ২৭ আগষ্ট পর্যন্ত এর শুনানী স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × three =