দেশ 

বর্তমান কেন্দ্র সরকার দূনীর্তি মুক্ত করতে সচেষ্ট নয়, লোকপাল চালু করার দাবিতে অনশনে বসছেন আন্না হাজারে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দ্রূত লোকপাল বলবৎ করার দাবিতে আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবসের দিন থেকে অনশন শুরু করবেন সমাজসেবি আন্না হাজারে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার  তিনি আহ্বান জানিয়েছেন। আন্না হাজারে আজ বলেছেন, অক্টোবরের ২ তারিখ থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় আমার গ্রাম রালেগন সিদ্ধিতে আমি অনশন করব। তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন, বর্তমান কেন্দ্র সরকার কথা দিয়ে কথা রাখেনি। কারণ এরা দূনীর্তি মুক্ত সরকার গড়তে সচেষ্ট নয়। তাই নানা আজুহাতে লোকপাল পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ।

উল্লেখ্য ২০১১ সালে অবিলম্বে লোকপাল বিল সংসদে পাশ করতে হবে এই দাবিতে সমাজসেবী আন্না হাজারে ১২ দিন অনশন করেছিলেন। তাঁর আন্দোলনের চাপেই শেষ পর্যন্ত ইউপিএ সরকার লোকপাল বিল পাশ করাতে উদ্যোগী হয়েছিল। আন্না হাজারের ১২ দিনের অনশনকে কেন্দ্র করে সমগ্র দেশজুড়ে দূনীর্তি বিরোধী অভিযান শুরু হয়েছিল । আন্না হাজারের আন্দোলনকে পুঁজি করেই নরেন্দ্র মোদী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে প্রচারে সফল হয়েছিলেন। মোদী কথা দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসার পরই লোকপাল কার্যকর করবেন। চার বছর কেটে গেলেও মোদী জনগণকে দেওয়া সেই ওয়াদা পূরণ করেননি। লোকসভা নির্বাচনে মুখে নতুন করে লোকপাল কার্যকরী করার দাবিতে যে অনশনের ডাক আন্না হাজারে দিয়েছেন তা কীভাবে মোদী মোকাবিলা করেন তা এখন দেখার বিষয়।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 2 =