দেশ 

মহারাষ্ট্রের ভুল থেকে শিক্ষা নিয়ে বেশি আসন পেয়েও নীতিশকে মুখ্যমন্ত্রী মেনে নিল বিজেপি ; নীতিশ কি মুখ্যমন্ত্রীর আসনে বসবেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে একক  গরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে তেজস্বী যাদবের আরজেডি । নীতিশ কুমারের দল বিজেপির নীচে । আসনের বিচারে তৃতীয় স্থানে রয়েছে জেডি(ইউ) । তা সত্ত্বে বিজেপি তাঁকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে চলেছে ।  দলের মধ্যে অসন্তোষ আছে ঠিকই কিন্ত এছাড়া উপায়ও নেই । কারণ নীতিশ কুমারকে বাদ দিয়ে সরকার গড়তে পারবে না বিজেপি ।

এদিকে, নীতিশ কুমার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অবস্থান করছেন । কারণ এবার তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন সরাসরি তার দলের নিয়ন্ত্রণ থাকবে না । বিজেপি দলের মন্ত্রী অনেক হবেন , একই সঙ্গে বিজেপির দলের শক্তির সঙ্গে তাঁকে আপোষ করতে হবে । এই সমস্যায় মধ্যে পড়ে জয়প্রকাশ নারায়ণের শিষ্য নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কিনা তা সন্দেহ আছে । অন্যদিকে বিজেপিও চাইছে নীতিশ নিজে থেকে বলুক তিনি মুখ্যমন্ত্রী হবেন না তাহলে তাদের পক্ষে মঙ্গল হবে । ইতিমধ্যে মহারাষ্ট্রে ক্ষমতার দাবি করতে গিয়ে বিজেপিকে সরকার থেকে সরে যেতে হয়েছে । এখানে নীতিশ নিজে থেকে সরে না গেলে তাঁকে সরিয়ে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হতে গেলে পরিস্থিতি পাল্টে যেতে পারে ।

Advertisement

তাই বিজেপি বাধ্য হয়ে নীতিশ কুমারকে মেনে নিচ্ছে । কারণ তারা আর চায় না বিহারে মহারাষ্ট্র হোক । তবে নীতিশ কুমার কী করবেন সেটাই এখন দেখার । কারণ সম্মান নিয়ে বিহারের রাজনীতি থেকে তিনি যদি অবসর নিতে চান তাহলে এটাই তাঁর কাছে শ্রেষ্ঠ সময় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 8 =