জেলা 

বন্য প্রাণী ও পরিযায়ী পাখি সংরক্ষণে নয়া উদ্যোগ ‘অনুভব’-এর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল রবিবার বড়গাছিয়া বোয়ারিয়া থেকে নদী পথে অনুভব সংগঠন এর নেতৃত্বে পরিযায়ী পাখি ও বন্য প্রাণী দের উপর শব্দদূষণ এর কী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তা সরোজমিনে খতিয়ে দেখতে ২ টি নৌকাতে ২ টি টিম রওনা দেয় বিকেল ৩ টের সময় তার আগে এলাকার মানুষ কে এই বিষয়ে সচেতন করা হয়। কারন ঐ প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে প্রচুর পরিমাণ শব্দ বাজি ও ডি জের অভিযোগ পায় বন্য প্রাণ ও পরিযায়ী পাখি সংরক্ষণ করতে চাওয়া একাধিক সংগঠন।

শীতের শুরু তেই নির্জন জনবিরল জায়গা গুলির মগডালে পরিযায়ী পাখি ও সাধারণ বিভিন্ন প্রজাতির পাখি বাঁসা বাঁধে মগডাল গুলি তে। হোগলা খড়ী জলা জঙ্গলা তে থাকে বাঘরোল, বনবিড়াল, শিয়াল, গন্ধগোকুল সহ একাধীক গুরুত্বপূর্ণ বন্য প্রাণ এর আবাস শব্দদূষনে তাদের প্রাণ ও ওষ্ঠাগত , তার সাথে আগে বিভিন্ন বিকৃত মানোষিকতার চোরা শিকারীর দল। সেই সমস্ত দিক খতিয়ে দেখতে সমাজ এর বিভিন্ন মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানলো এই দিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় ডঃ শৈলেন সাঁধুখা, তিনি জানান মানুষ ও বন্য প্রাণী দের উপর শব্দ যন্ত্রনা মাত্রা অতিরিক্ত হচ্ছে হাওড়া জেলায়, অবিলম্বে বন্ধ করা দরকার সমাজ এর সমস্ত মানুষ মিলে। ডোমজুড় বই মেলা সম্পাদক বাপি ঠাকুর জানান এই প্রাকৃতিক আবাস কে বাঁচাতে হবে, আমতা বই মেলা সম্পাদক সৈকত ঘোষ জানান, দেশে বিদেশে বহু মানুষ মানোষিক প্রশান্তির জন্য বেড়াতে যাই আমরা নিজের জেলায় এই জায়গা কে সরকারি ব্যাবস্থাপনায় গড়ে তোলা হোক।

Advertisement


হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন, অতিরিক্ত শব্দ পছন্দ করে না পরিযায়ী পাখিরা এই রকম ভাবে শব্দের অত্যাচার করলে তারা আর ফিরবেনা এই জায়গায়। এলাকার মানুষকে সচেতন হয়ে আটকাতে হবে শিকারকে। রাখোহরি ঘোষ উপপ্রধান শংকর হাটি বলেন আমরা লক্ষ রাখবো বিষয় গুলির উপর।
অনুভব এর সম্পাদক জানান সমনে কালী পুজো ডি জে ও শব্দ বাজি তে শুধু মানুষ এর ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে বন্য প্রাণীদের নদীতে পাতা বেন্তি জালে আটকা পরে মারা যাচ্ছে একাধিক সাপ। বিষয়গুলি নিয়ে আমরা সবাই মিলে প্রশাসন কে জানাবো।
সন্ধা ৭ঃ৩০ মিনিটে শেষ হয় এই অভিযান সারা শীত এর মরসুম ধরে চলবে নজরদারি। লক্ষ রাখা হবে সমস্ত বিষয় গুলির উপর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =