বিজেপি সারা ভারতবর্ষের জন্য কী করেছে ? ভোট এলেই দিদি-শাহদের মতুয়াদের কথা মনে পড়ে যায় : অধীর চৌধুরি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি সারা ভারতবর্ষের জন্য কী করেছে ? করোনা মহামারি মোকাবিলায় তারা কী করেছে ? ভারতের আদিবাসীরা সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত , এমনকি প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটেও আদিবাসী দলিতরা নির্যাতনের শিকার । অতএব অমিত শাহ এখানে এসে কোথায় খেতে গেলেন তা নিয়ে আমাদের ভাববার সময় নেই বলে আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । তিনি এক প্রশ্নের জবাবে বলেন,বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি আগে ছিল না ।

বিজেপি এটা আমদানি করেছে আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ধুঁয়ো দিয়ে সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিযোগিতামূলক রাজনীতিতে পরিণত করলেন । বাংলায় কোনো সময় জাতপাতের রাজনীতি ছিল না ।  রাজনীতি আজ আছে কাল থাকবে না । দেশ থাকবে , রাজ্য থাকবে । বিভেদের যে রাজনীতি  আজকের দেখা যাচ্ছে তা খুব সহজেই থামানো যাবে না । আমরা এই রাজনীতির সঙ্গে পরিচিত ছিলাম না ।

Advertisement

মতুয়াদের কাছে অমিত শাহ যাবেন বলে ঠিক করেছেন সঙ্গে সঙ্গে আমাদের দিদিমণিও হঠাৎ করেই তাদের জন্য পর্ষদ তৈরি করে দিলেন । এবার হয়তো মতুয়াশ্রী দেওয়া হবে । ভোটের ঠিক ছয় মাস আগে মতুয়াদের নিয়ে দিদি-বিজেপির রাজনীতি শুরু হল । এর আগে কেউ মতুয়াদের নিয়ে ভাবেননি । এরপর দেখবেন আবার নাগরিকত্ব আইন নিয়ে শুরু হবে তরজা । অধীর চৌধুরি বলেন , জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তা নিয়ে কেউ চিন্তা করে না । তা নিয়ে কেউ ভাবছেন না । রাজনীতি করে যাচ্ছেন । আর এতে বলির পাঁঠা হচ্ছেন সাধারণ মানুষ ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 4 =