দেশ 

মাদ্রাসার পোশাক বিধি নিয়ে বিভ্রান্তি উত্তরপ্রদেশে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  উত্তরপ্রদেশ সরকারের মাদ্রাসার পোশাক বিধি নিয়ে বিভ্রান্তি তুঙ্গে। মূলত দুই মন্ত্রীর দুইরকম বক্তব্য নিয়েই বিভ্রান্তির সূত্রপাত। গতকালই উত্তরপ্রদেশের রাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা ঘোষণা করেন, রাজ্য সরকার মাদ্রসার পড়ুয়াদের জন্য শীঘ্রই পোশাক বিধি চালু করতে পারে। তিনি আরও বলেন, গতানুগতিক পড়ুয়াদের সঙ্গে প্রভেদ দূর করতে তৎপর সরকার। শিক্ষামূলক সংস্কারের জন্যই পোশাক বিধি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এদিকে ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অন্য সিনিয়র মন্ত্রীরা তাঁর এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। ক্যাবিনেট মন্ত্রী লক্ষীনারায়ণ চৌধুরী এই নিয়ে সরাসরি টুইট করেন। জানান, আপাতত সরকারের এই ধরনের কোনও পরিকল্পনা নেই। এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিভিন্ন মুসলিম সংগঠন। প্রসঙ্গত, চৌধুরী হলেন সংখ্যলঘু কল্যাণ, ওয়াকফ ও হজ্ব মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী। আবার মহসিন হলেন ওই দফতরগুলির রাষ্ট্রমন্ত্রী। ফলে দুই মন্ত্রীর দুই ধরনের কথায় ধোঁয়াশা উল্টে বেড়ে গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × two =