জেলা 

সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের দলে যোগ, উচ্ছ্বসিত কোচবিহার জেলা বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজম্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১০০ জন। এমনই দাবি করলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিল রঞ্জন দে। আজ কোচবিহার শহরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান তিনি। এদিন নিখিল বাবু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনায় আকৃষ্ট হয়ে হাইস্কুলের শিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে এবং দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেনের ব্যবস্থাপনায় তুফানগঞ্জের বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১০০ মানুষ আজ বিজেপিতে যোগদান করলেন। জেলা বিজেপির  নেতৃত্ব তাদেরকে সাদরে গ্রহণ করে নিল। বিজেপির জেলা সভাপতি আরও বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল বলে তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করত। তারা যে মিথ্যা প্রচার করে আসছে, তা প্রমাণ হল। এদিন জেলা পুলিশের প্রতিও ক্ষোভ উগরে দেন বিজেপির জেলা সভাপতি।
তিনি বলেন, “আগামী ১০ জুলাই আমাদের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচী আছে। কিন্তু তার অনুমতি দিতে পুলিশ প্রশাসন গড়িমসি করছে। এর আগে গত ২২ জুন তাদের কর্মসূচী ছিল। কিন্তু প্রশাসন তাদের অনুমতি দেয়নি। তারা আইন নিজেদের হাতে তুলে নিতে চান না।” কিন্তু প্রশাসন যদি বাধ্য করে তাহলে নিজেদের হাতে আইন তুলে নিতে হবে বলে এদিন হুশিয়ারি দেন বিজেপির জেলা সভাপতি। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, “বিজেপির এসব অপপ্রচার। তাদের সঙ্গে মানুষ নেই। তারা একটা সাম্প্রদায়িক দল। সংখ্যালঘুরা কখনই সাম্প্রদায়িক দলের সঙ্গে নেই।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − eight =