দেশ 

বদলির অনুরোধ করায় স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করালেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : প্রত্যন্ত এলাকায় পোস্টিংয়ের প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত। দেরাদুনে মুখ্যমন্ত্রীর জনতা দরবারে হাজির হয়েছিলেন উত্তরা বহুগুণা নামের ওই শিক্ষিকা। তাঁকে সাসপেন্ডও করা হয়। অভিযোগ, তিনি দুর্বব্যহার করেছিলেন। দুর্গম এলাকা থেকে তিনি ট্রান্সফারের আবেদন জানাচ্ছিলেন। গত ২৫ বছর ধরে সেখানেই রয়েছেন তিনি। রাওয়াত তাঁর কথা না শুনলে তর্কাতর্কি হয়। মুখ্যমন্ত্রী বলেন, সাসপেন্ড করো ইসে আভি। পুলিশের কাছে নিয়ে যাও। পরে উত্তরাকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, বিরোধীদের এবার বাঁদর বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির অনন্তকুমার হেগড়ে। বিরোধীরা কাক, বাঁদর, শেয়াল। বিরোধী জোট সম্পর্কে তাঁর বক্তব্য, একদিকে এরা জোট বেঁধেছে, অন্যদিকে বাঘ। বাঘকে বাছুন। মজা করে দর্শকদের বলেন, আপনারা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন। ৭০ বছর বিজেপি ক্ষমতায় থাকলে আপনারা রুপোর চেয়ারে বসতেন। গত মাসে এই অনন্তকুমারই কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে রাবণ আর ভূত বলেছিলেন।


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − nineteen =