আন্তর্জাতিক 

নিউজ রুমে গুলি, নিহত ৫ সংবাদকর্মী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সংবাদপত্রের নিউজ রুমে ঢুকে এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন ৫ জন সংবাদকর্মী। আহত আরও অনেকে। আমেরিকার মেরিল্যান্ডের অ্যানাপোলিস শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ক্যাপিটাল গেজেট খবরের কাগজের অফিসে এই ঘটনার পর সবাইকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। মেরিল্যান্ডের বাসিন্দা বছর তিরিশের এক শ্বেতাঙ্গকে আটক করে জেরা করা হচ্ছে। তাকে টেবিলের তলা থেকে বের করে আটক করা হয়েছে। কেন এই হামলা তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ক্যাপিটাল গেজেটের সম্পাদক জিমি ডেবাটস বলেছেন, তিনি মানসিকভাবে বিধ্বস্ত এবং শোকাহত। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ, কোনও বড় বেতনের প্যাকেজ নয়, কেবল খবরের জন্য তীব্র আবেগে কাগজের সহকর্মীরা দিনরাত এক করে কাজ করতেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোকপ্রকাশ করেছেন। সাংবাদিকদের ওপর এমন হামলা আমেরিকায় বহু বছর পর ঘটল এবং তা ভয়ঙ্করতম। এই ঘটনার পর আমেরিকা জুড়ে সাংবাদিকদের ওপর ঝড় বয়ে গিয়েছে। সতর্কতা হিসেবে সব সংবাদপত্র প্রতিষ্ঠানে বাড়তি নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও এটিকে কোনও সন্ত্রাসবাদী হামলা বলা হয়নি। এমন হামলা শেষ হয়েছিল ২০১৫ সালে। ভার্জিনিয়ায় ডবলিউডিবিজে চ্যানেল লাইভ সম্প্রচারের সময় এক প্রাক্তন কর্মী দুজনকে খুন করেছিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “নিউজ রুমে গুলি, নিহত ৫ সংবাদকর্মী”

Leave a Comment

14 + eighteen =