কলকাতা 

রাজ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি একজনেরও , নতুন করে ১১ জন আক্রান্ত ; করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ জানালেন মুখ্যসচিব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা আক্রান্ত সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়াল ৪৯ । আজ নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন । শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। এর পাশাপাশি রাজ্য সরকার করোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

মুখ্যসচিব এদিন জানান করোনা মোকাবিলায় রাজ্যে ৭ পরীক্ষা কেন্দ্র ,এর মধ্যে ৫টি সরকারি ও ২টি বেসরকারি পরীক্ষা কেন্দ্র ।   কলকাতার ৪ ও রাজ্যের ৫৫ হাসপাতালে করোনার চিকিৎসা হবে । রাজ্যে ৫০ হাজারের বেশি মানুষ হোম কোয়রান্টিনে রয়েছেন। রাজ্যে মোট ৫১৬টি কোয়রান্টিন সেন্টার খোলা হয়েছে। সরকারি কোয়রান্টিনে রয়েছেন ২ হাজার ৬২৬ জন।৩ হাজার ৩৬ জন হোম কোয়রান্টিন থেকে  ছেড়ে দেওয়া হয়েছে । প্রস্তুতি নেওয়া হয়েছে, তা কার্যকরী করাই লক্ষ্য।

Advertisement

স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ দলের সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী এদিন জনান , যে সব করোনা রোগীরা চিকিৎসাধীন তাঁরা কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই। চিকিৎসকরা বিষয়টি হাল্কাভাবে দেখছেন না।করোনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা জটিলতা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যাঁরা অন্যান্য অসুখে ভুগছেন তাঁদের সতর্ক থাকতে হবে।রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × three =