কলকাতা 

একুশে ফেব্রুয়ারি উদযাপিত হলো গড়িয়ার টিএসবিবি মেডিকেল কলেজে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা: সারা দেশ তথা বিশ্বের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সশ্রদ্ধায় উদযাপিত হলো গড়িয়ার টিএসবিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল গত ২১.০২.২০২০ তারিখে সন্ধ্যায়। শিল্পী চিত্তরঞ্জন হালদারের দরদী কন্ঠে পরিবেশিত অমর শহিদদের উদ্দেশ্যে নিবেদিত ‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’ সঙ্গীত দিয়ে শ্রদ্ধাঘন অনুষ্ঠানের সূচনা হয়। এরপরই একুশে ফেব্রুয়ারির তাৎপর্য বিষয়ক আলোচনা, গান, কবিতায় বাঙময় হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান।

আলোচনায় অংশ নিয়ে বাংলা ভাষার প্রচার প্রসার এবং বাঙালির জাত্যাভিমান সম্পর্কে তাৎপর্যপুর্ণ বক্তব্যে উপস্থিত দর্শক-শ্রোতাদের ঋদ্ধ করেন বিশিষ্ট শিক্ষক মিলন নির্ঝর মৃধা, সাহিত্যিক অশোক কুমার পান্ডে, শিল্পী-লেখক রইসউদ্দিন গায়েন, শিক্ষক রবীন্দ্রনাথ পাইন ও কথাশিল্পী শেখ আব্দুল মান্নান। অনুষ্ঠানের মানের সাথে সাযুজ্য রেখে একগুচ্ছ গান ও কবিতায় ভাবগম্ভীর অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলেন শিল্পী রইসউদ্দিন গায়েন, সুশীল মল্লিক।

Advertisement

বিশেষ করে রইসউদ্দিনের দরদী কন্ঠে পরিবেশিত ‘দেশের জন্যে যুদ্ধ করে শহিদ হয়েছো যারা/দেখে যাও আজ সেই দেশেতে কেমন আছি আমরা’ গানটি এক অন্যমাত্রা এনে দেয় অনুষ্ঠানে। অন্যদিকে শিল্পী সুবল চন্দ্র হালদারের শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে কালজয়ী গান ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ পরিবেশিত বাশির ধূন সবাইকে আপ্লুত করে দেয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + 16 =