কলকাতা 

পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের আসন্ন পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন । আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস কে তিনি ডেকে পাঠিয়েছেন বলে রাজ্যপাল নিজে সোমবার টুইট করে জানান।

আগামী এপ্রিল মাসে কলকাতা হাওড়া সহ রাজ্যের ১১০ টি পুরসভা ও নিগমের ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যপাল বর্তমানে রাজ্যে ভোট করার মতো পরিস্থিতি আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।সেই পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁর বৈঠক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

এদিকে রাজ্য নির্বাচন কমিশন পুরসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে । কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য জানিয়েছেন ২৭শে ফেব্রুুয়ারি জাতীয় নির্বাচন কমিশন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শুরু হবে। জেলাগুলির প্রশাসনের সঙ্গেও ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 5 =