দেশ 

শাহিন বাগ তো আছেই , এবার জাফরাবাদে শুরু হল সিএএ বিরোধী আন্দোলন , চন্দ্রশেখরের ডাকে দেশজুড়ে পথে নামছে দলিতরা , অস্বস্তিতে কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিএএ নিয়ে প্রতিবাদে ভারত যখন উত্তাল এবং একই সঙ্গে ট্রাম্পের ভারত সফর ঘিরে কেন্দ্র সরকারের ব্যস্ততা যেখানে চরমে ঠিক তখনই তপশিলী জাতি / উপজাতিদের সংরক্ষণ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চন্দ্রশেখর ডাকা অবস্থান কর্মসূচির শুরু হয়েছে দেশজুড়ে ।

সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি মামলায় রায় দিয়েছে, সরকারি চাকরি পদোন্নতিতে তফসিলি জাতি জনজাতিদের সংরক্ষণ দিতে বাধ্য নয় সরকার। সেই রায়ের প্রতিবাদে আজ রবিবার দেশ জুড়ে প্রতিবাদআন্দোলনের ডাক দিয়েছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। সেই আন্দোলনকেও সমর্থন করেছেন এই মহিলারা। ফলে আজ আন্দোলন আরও জোরদার হওয়ার আশঙ্কাশাহিন বাগ তো আছেই তার দোসর হল জাফরাবাদ। আজ রবিবার ভীম আর্মির প্রধান চন্দ্রশেখরের ডাকে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে তারও সঙ্গী হল শাহিন বাগ-জাফরাবাদ সহ দেশের সব বাগ ।

Advertisement

সিএএ প্রতিবাদে এবং এই আইন প্রত্যাহারের দাবিতে শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে ধর্নায় বসে পড়েন দুশোরও বেশি মহিলা প্রতিবাদকারী তাঁদের অধিকাংশের হাতে ছিল জাতীয় পতাকা সঙ্গে চলেছেআজাদি স্লোগান খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসেন পদস্থ পুলিশ কর্তারা প্রতিবাদী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা কিন্তু অবস্থানে অনড় মহিলারা তাঁদের দাবি, ‘‘সিএএএনআরসি থেকে মুক্তি চাই’’ রবিবার সকালে ফের দিল্লি পুলিশের কর্তারা ঘটনাস্থলে যান পদস্থ পুলিশকর্তা বেদ প্রকাশ সূর্য বলেন, “আমরা প্রতিবাদীদের সঙ্গে কথা বলছি, যাতে তাঁরা আন্দোলন তুলে নিয়ে এলাকা ছেড়ে দেন ভাবে মূল রাস্তা আটকে প্রতিবাদ করা যায় না আধাসেনাকেও ডেকে পাঠানো হয়েছে’’

সিএএএনআরসির প্রতিবাদে প্রায় ৭০ দিন ধরে শাহিন বাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মহিলারা। এই আন্দোলন নিয়ে একটি মামলায় কয়েক দিন আগেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, প্রতিবাদ করা মৌলিক অধিকার, কিন্তু রাস্তা আটকে প্রতিবাদ করা যায় না। বিচারপতিরা বলেছিলেন, ‘‘সবাই যদি ভাবে রাস্তায় বসে পড়েন তা হলে সাধারণ মানুষ কোথায় যাবেন।’’ শাহিন বাগের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অন্য কোনও জায়গায় আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই আইনজীবীকে মধ্যস্থতাকারীকেও নিয়োগ করে দেয় শীর্ষ আদালত। তাঁরা শাহিন বাগের আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। শনিবার রাতে অবশ্য একটি রাস্তা ব্যবহারের জন্য খুলে দিয়েছেন আল্দোলনকারীরা। তার মধ্যে প্রায় একই ভাবে রাস্তা আটকে জাফরাবাদেও আন্দোলন শুরু হওয়ায় উদ্বেগ বেড়েছে পুলিশপ্রশাসন মহলে


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × one =