দেশ 

‘‘শাহিনবাগ থেকে অব্যাহতি চাওয়ার অর্থ অহিংসা ও সত্যাগ্রহ থেকে অব্যাহতি চাওয়া” অমিতকে তোপ চিদম্বরমের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন , দিল্লিতে কোনো শাহিন বাগ থাকা উচিত নয় । অমিতের এই কথার জবাব দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাংসদ পি. চিদম্বরম ।তিনি বলেছেন ,মহাত্মা গান্ধিকে যাঁরা অশ্রদ্ধা করে তাঁরাই শাহিনবাগ থেকে অব্যাহতি চান।  তিনি বলেন, ‘‘বিজেপি প্রার্থীকে দেওয়া আপনাদের ভোট দিল্লি ও এই দেশকে নিরাপদ করে তুলবে এবং শাহিনবাগের মতো হাজারো ঘটনাকে ব্যাহত করবে। আপনারা যখন ৮ ফেব্রুয়ারি বোতাম (ইভিএম) টিপবেন, তখন এত রাগের সঙ্গে করুন যে তার ধাক্কা যেন শাহিনবাগ থেকে অনুভূত হয়।”

অমিত শাহর এমন মন্তব্যের সমালোচনা করেছেন পি চিদাম্বরম। তিনি এই নিয়ে একাধিক টুইট করে আক্রমণ করেন অমিত শাহকে। তিনি লেখেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী শাহিনবাগের থেকে অব্যাহতি পেতে ভোট দেওয়ার কথা বলছেন। যাঁরা গান্ধিজিকে অশ্রদ্ধা করেন, কেবল‌ তাঁরাই শাহিনবাগের থেকে অব্যাহতি চাইবেন। শাহিনবাগ মহাত্মা গান্ধির সত্তার প্রতিনিধিত্ব করছে।” তিনি আরও জানান, ‘‘শাহিনবাগের থেকে অব্যাহতি চাওয়ার অর্থ অহিংসা ও সত্যাগ্রহ থেকে অব্যাহতি চাওয়া।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × four =