দেশ 

পথ দেখাচ্ছে , আড়াল ভাঙছে , সম্প্রীতি বন্ধনকে দৃঢ় করছে দিল্লির শাহীন বাগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : পথ দেখাচ্ছে শাহিন বাগ ! বলা যেতে পারে আড়াল ভাঙছে শাহিন বাগ । দিল্লির শাহিন বাগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধর্নায় বসেছেন হাজার হাজার মানুষ । সময়ের বিচারে প্রায় এক মাস হতে চলেছে শাহিন বাগের জমায়েত । চেষ্টা হয়েছে জমায়েত ভাঙার সফল হয়নি । এক ব্যক্তি তো রীতিমত দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন । আবেদন করেছিলেন মানুষের অসুবিধা হচ্ছে সুতরাং শাহিন বাগের আন্দোলনকে তুলে দেওয়ার অনুমতি দিক আদালত । আদালত রাজি হয়নি । বরং নিরবে হলেও আদালতও শাহিন বাগের পক্ষে দাঁড়িয়েছে ।

এদিকে বসে নেই শাহিনবাগ । আস্তে আস্তে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ , কেরল থেকে সমগ্র ভারতে । মোদী সরকার চেষ্টা করেছিল এটাকে হিন্দু-মুসলমানের মধ্যে ভাগ করে  দিতে । কিন্ত অমিত শাহের সেই উদ্দেশ্য সার্থক হয়নি । আজ শাহিন বাগ দেখিয়ে দিল সব ধর্ম, মজহাবকে এক সঙ্গে করা যায় যদি লড়াইয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিক হয় ।

Advertisement

আরএসএস বিজেপি যখন বিভাজনের জন্য সিএএ এনেছে ঠিক তখনই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চে সব ধর্মের মানুষ উপস্থিত হয়ে ধর্মগ্রন্থ পাঠ করলেন । অমিত শাহদের শাহিন বাগ বুঝিয়ে দিচ্ছে এদেশে খুব সহজেই ধর্মনিরপেক্ষ আদর্শকে ভাঙা যাবে না ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 2 =