কলকাতা 

মাদ্রাসা সার্ভিস কমিশন মামলায় সংবিধানের জয় হবে বলে আশাবাদী আবু সোহেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : সোমবার মাদ্রাসা সার্ভিস কমিশনের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবে সুপ্রিম কোর্ট । এদিন বেলা ১০.৩০টায় মামলার রায় প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে । এই প্রেক্ষাপটে বাংলার জনরব-এর পক্ষ থেকে মামলার সম্ভাব্য পরিণতি নিয়ে মামলাকারীদের আইনজীবী আবু সোহেলের কথা বলা হয় । সাংবিধানিক প্রশ্নে মামলা রায় কী হতে পারে ? এই প্রশ্নের উত্তরে জনাব আবু সোহেল বলেন , সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত এনিয়ে কোনো প্রশ্ন থাকবে না । রায় কী হবে ? তা এখনই বলা সম্ভব নয় । কারণ বিচারপতিরা রায় দেবেন । তাই সোমবারের আগে রায় সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক হবে না ।

আপনাদের প্রত্যাশা কী পূরণ হবে ? এই প্রশ্নের উত্তর আবু সোহেল বলেন , সংবিধানের জয় নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই । মাদ্রাসা সার্ভিস কমিশন মামলায় সংবিধান জয়ী হবে বলে আশা রাখি । তিনি আরও বলেন , শুধু সংবিধান নয় , সংবিধানের মৌলিক অধিকারের ৩০ ধারাও জয়ী হবে বলে আমাদের দৃঢ় ধারণা । তবে সব কিছু পরিস্কার হয়ে যাবে সোমবার ।

Advertisement

মাদ্রাসা কমিশন নিয়ে মামলা চলার কারণে অনেক মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ রয়েছে । শিক্ষকের অভাবে কার্যত পড়াশোনা লাঠে উঠতে বসেছে । এই মামলার রায় যাইহোক না কেন চূড়ান্ত নিস্পত্তি হয়ে গেলে মাদ্রাসাগুলিতে শিক্ষকের অভাব অনেকটাই মিটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − 6 =