জেলা 

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে নামল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার আন্দোলনে নামল উত্তরবঙ্গের কামতাপুর প্রগ্রেসিভ পার্টি । শনিবার দুপুরে ময়নাগুড়ির টেকাটুলিতে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কেপিপি। দীর্ঘক্ষণ অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় সংলগ্ন এলাকায়।

কেপিপি সুপ্রিমো অতুল রায় বলেন, “মূলত কেন্দ্রীয় সরকারের সিএএ-র প্রতিবাদে এই অবরোধ করা হয়। কামতাপুর এলাকার বাসিন্দারা এই এলাকার ভূমিপুত্র। কেন্দ্রীয় সরকার সিএএ বিল পাশ করানোর ফলে বাংলাদেশ থেকে আসা বহু অনুপ্রবেশকারী ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে। ফলে কামতাপুরের বাসিন্দারা সংখ্যালঘু হয়ে পড়বে। তাই আমরা এনআরসির পক্ষে কিন্ত সিএএ-এর বিরোধী।”

Advertisement

উল্লেখ্য, এদিন প্রতিবাদের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও শ্লোগান দেওয়া হয়। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধেও প্রতিবাদের সুর চড়ায় বিক্ষোভকারীরা। এদিনের এই আন্দোলনে প্রথম থেকেই পুরোভাগে ছিলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির প্রধান অতুল রায়। জাতীয় সড়কে এমন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস। এরপর পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 2 =