দেশ 

বিক্ষোভের আশংকায় ফের উত্তরপ্রদেশের ৮ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিক্ষোভের আশংকায় শুক্রবার পর্যন্ত উত্তরপ্রদেশের মোট জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা, শুক্রবারের প্রার্থনার পর আবারও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে হিংসা ছড়াতে পারে, এই আশঙ্কা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার শেষ পাওয়া খবর অনুযায়ী, পশ্চিম উত্তরপ্রদেশের বিনজৌর, বুলন্দশহর, মুজফরনগর, আগ্রা, ফিরোজাবাদ, সম্ভল, আলিগড় এবং গাজিয়াবাদে ইন্টারনেট পরিষেবা বাতিল করা হয়েছে গত সপ্তাহে লখনউতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও সেখানে এই ধরণের কোনও পদক্ষেপ করা হয়নি রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পিভি রামাশাস্ত্রীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, “আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তারক্ষী মোতায়েন করেছি, এবং মানুষের সঙ্গে কথা বলেছি একদিনের জন্য ৮জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ের ওপরেও আমরা নজর রাখছি

১৯ ডিসেম্বর ২১ ২১ ডিসেম্বর, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে, ২১ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশীরভাগই শরীরেই গুলির ক্ষত পাওয়া গিয়েছে, রাজ্য পুলিশ জানিয়েছে যে, প্লাস্টিক রাবার বুলেট ছাড়া অন্য কোনও গুলি ব্যবহার করা হয়নি। শুধুমাত্র বিজনৌরেই তারা প্রকাশ্যে গুলি চালায়, সেখানে ২০ বছরের এক ভাবী সিভিল সার্ভিসের মৃত্যু হয়

Advertisement

পাল্টা পদক্ষেপের যুক্তিতে, একাধিক ছবি ভিডিও প্রকাশ করেছে রাজ্য পুলিশ, বিতর্কিত আইনটির বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন দুজনকে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গুলি চালাতে দেখা গিয়েছে। উপমুখ্যমন্ত্রী দিনেশ শর্মা দাবি করেন, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পুলিশও। একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “২১ জেলায় ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় ২৮৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬২ জন আগ্নেয়াস্ত্রের আঘাত পেয়েছেন

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সংঘর্ষের ঘটনায় মৃত দুজনের বিজনৌরের বাড়িতে গিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা। এমনকী, রাজ্যে মানবধিকার লঙ্ঘনের অভিযোগে, রাজ্য পুলিশএর ডিজিকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবধিকার কমিশন


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + 13 =