কলকাতা 

যুব তৃণমূল কংগ্রেসের আন্দোলনে পিছু হটল কেন্দ্র, আজ থেকেই দাম কমল পেট্রোপণ্যের

শেয়ার করুন
  • 282
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ শেষ পর্যন্ত জয় হল যুব তৃণমূল কংগ্রেসের। তাদের আন্দোলনের জেরেই টানা ১৬ দিন ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমল পেট্রোল-ডিজেলের দাম।  মঙ্গলবারের তুলনায় আজ, বুধবার মহানগরে ৫৯ পয়সা কমে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৮০ টাকা ৪৭ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম গতকালের তুলনায় ৫৬ পয়সা কমে দাঁড়িয়েছে লিটারপ্রতি ৭১ টাকা ৩০ পয়সা। গতকাল কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ৮১.০৬ টাকা। ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৭১.৮৬ টাকা। এর আগে টানা ষোল দিন পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী ছিল। প্রতি লিটারে মোট দাম বেড়েছিল ৩ টাকা ৮০ পয়সা।

কর্নাটক বিধানসভা ভোটের প্রচার চলাকালে পেট্রোপণ্যের দাম না বাড়লেও ভোট পর্ব মিটে যাওয়ার পর গত ১৪ মে থেকে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত আজ বর্ধিত দামের অনেকটাই কমেছে।

Advertisement

প্রসঙ্গত, গতকাল যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গান্ধীমূর্তীর পাদদেশে অবস্থানবিক্ষোভে বসেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখান থেকে পেট্রোপণ্যের দাম কমানোর জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কেন্দ্রকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন পেট্রোল-ডিজেলের দাম না কমলে দিল্লিতে গিয়েও আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। রাত কাটতে না কাটতেই শেষ পর্যন্ত দাম কমল পেট্রোল-ডিজেলের। যা যুব তৃণমূল কংগ্রেসের আন্দোলনেরই ফল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কেন্দ্রের তরফে বলা হচ্ছে   আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোপণ্যের দামম কমেছে।


শেয়ার করুন
  • 282
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 3 =