কলকাতা 

শুনানী শেষ,জানুয়ারিতেই রাজ্য সরকারি কর্মচারিদের পে-কমিশন চালু ?

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধিঃ রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ২৭ নভেম্বর ২০১৮। কিন্ত অভিরুপ সরকারের নেতৃত্বাধীন এই বেতন কমিশন মেয়াদ শেষ হওয়ার আগেই নাকি রির্পোট পেশ করতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই বেতন কমিশনের সুপারিশ জমা পড়তে চলেছে মুখ্যমন্ত্রীর কাছে। জমা পড়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী তা ঘোষণাও করে দেবেন বলে বিশেষ জানা গেছে। কারণ সম্প্রতি নজরুল মঞ্চে বঙ্গভুষন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিভিকদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার সময় রাজ্য সরকারের কর্মচারিদের জন্য পুজোর আগেই সুখবর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

জানা গেছে,অভিরুপ সরকারের নেতৃত্বাধীন পে-কমিশনের শুনানীর কাজ প্রায় শেষ হয়ে গেছে। ৪১১টি কর্মচারি সংগঠন এই শুনানীতে অংশগ্রহণ করে,তাদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে।বিভিন্ন কর্পোরেশনেরও বক্তব্য শোনা হয়েছে। দফতর ধরে শুনানীর কাজ চলছে। তা প্রায় শেষ পর্যায়ে।কমিশন সূত্রে জানা গেছে,পুজোর আগেই পে-কমিশনের রির্পোট জমা পড়বে। আর জমা পড়ার সঙ্গে সঙ্গে তা কার্যকরীও হয়ে যাবে। তাহলে সরকারি কর্মচারিদের অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক মাস। সম্ভবত আগামী জানুয়ারি থেকেই পে-কমিশনের অর্থ রাজ্য সরকারের কর্মচারিদের বেতনে এসে যাবে বলে ওয়াকিবহাল মনে করছে।

Advertisement

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 3 =