কলকাতা 

মাধ্যমিকের ফল সম্ভবত আগামী সোমবার, সিবিএসইতে ভালো ফল রাজ্যে

শেয়ার করুন
  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

অপরাজিতা চক্রবর্তীঃ এবারের মাধ্যমিকের ফল সম্ভবত আগামী সোমবারই প্রকাশ হতে চলেছে। আজ, মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এমন গুজব গতকাল থেকেই ছড়িয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, যেহেতু আজ সিবিএসই দশম শ্রেণীর ফল প্রকাশ হয়েছে, তাই মাধ্যমিকের ফলপ্রকাশের দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহের শেষের দিকেও মাধ্যমিকের ফলপ্রকাশের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। পর্ষদ চাইছে আগামী সপ্তাহের প্রথম দিনই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হোক। সে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে তার দুদিন পরই। তড়িঘড়ি ভাবে ফল প্রকাশ হলে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলে কোনও বিভ্রাট যাতে না তৈরি হয়, তা নিশ্চিত করতে চাইছে পর্ষদ। প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী এই ফলের দিকে তাকিয়ে রয়েছে। একাদশে ভর্তির ক্ষেত্রেও যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে সরকার।

এদিকে, আজ প্রকাশিত সিবিএসই’র ফলে রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছে দিল্লি পাবলিক স্কুলের ছাত্র সৌরিৎ সরকার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। দারুণ ফল করেছে সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সায়ক মাজি। তার প্রাপ্ত নম্বর ৪৯২। মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে অস্ত্যর্থ দাস। সাউথ পয়েন্ট স্কুলের ওই ছাত্রী পেয়েছে ৫০০-র মধ্যে ৪৮৯।এমনিতেই আইসিএসই বোর্ডের পড়ুয়া বেশি। তবে সিবিএসই তেও বাংলার এই ফল যথেষ্ট উৎসাহজনক বলে মনে করছে শিক্ষা মহল। সারা ভারতের মধ্যে প্রথম হয়েছে চার জন। ৫০০-র মধ্যে এরা প্রত্যেকেই ৪৯৯ পেয়েছে। উল্লেখযোগ্যভাবে এরা তিনজনেই কন্যা। গুরুগ্রাম থেকে প্রখর মিত্তল, বিজনৌর থেকে রিমঝিম আগরওয়াল, শামলি থেকে নন্দিনী গর্গ ও কোচির শ্রীলক্ষ্মী এবার সেরা। এবার পাশের হার ৮৭.৭০ শতাংশ।

Advertisement

শেয়ার করুন
  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 4 =