দেশ 

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তর প্রদেশ, ঝাড়খন্ড ও বিহার, মৃত কমপক্ষে ৪৩

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ প্রবল ঝড় ও বজ্রপাতে লন্ডভন্ড হয়েছে উত্তরপ্রদেশ,ঝাড়খণ্ড ও বিহার। ঘটনায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা আরও অনেক। তবে পরে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার গভীর রাতে এই তিনরাজ্যে প্রবল ঝড় বৃষ্টি হয়। সেইসঙ্গে চলে বজ্রপাতও। ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিহারের গয়া, ঔরঙ্গাবাদ ও কাটিহার। এই এলাকাগুলিতে মোট ১৯ জন মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের নওডা, উন্নাও সহ বিভিন্ন এলাকায় ১২ জন ও ঝাড়খন্ডে ১২ জন মারা গিয়েছে। এদের মধ্যে অধিকাংশই ঝড়ে দেওয়াল, ইলেকট্রিক খুটি কিংবা গাছ পড়ে মারা গিয়েছেন।

Advertisement

এই প্রাকৃতিক দুর্ভোগে প্রাণহানি ছাড়াও সম্পত্তিরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই সঙ্গে বিপর্যস্ততদের ত্রাণের বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন তিনি।


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =