জেলা 

রাস্তায় টোটো চালকদের কাছ থেকেও কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল নারায়নপুর : বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়রের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আহত ২

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাটমানি ইস্যুতে শাসকদলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল বিধাননগর পুরনিগম এলাকায় নারায়নপুর । স্থানীয় সূত্রে খবর , রাস্তায় টোটো চালাতে গেলেও দিতে হয় কাটমানি। সেই তোলার টাকা নিয়ে যায় খোদ ডেপুটি মেয়রের লোকজন। এমন অভিযোগকে কেন্দ্র করেই শুরু গন্ডগোলের। মঙ্গলবার সকালে টোটো চালকদের সঙ্গে নিয়ে ‘তোলাবাজি‘-র প্রতিবাদ করে চিনার পার্কের কাছে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা।

আর তৃণমূলের  গোষ্ঠীদ্বন্দ্বে  রণক্ষেত্রের চেহারা নিল বিধাননগর পুরনিগম এলাকার নারায়ণপুর। যুযুধান দুগোষ্ঠীর ছোড়া এলোপাথাড়ি গুলি-বোমায় আহত হয়েছেন পথচলতি এক মহিলা। আহত হয়েছেন কয়েক জন পুলিশকর্মীও।

Advertisement

স্থানীয় বাসিন্দাদেরঅভিযোগ প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং বর্তমান ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। বিধানগরের ডেপুটি মেয়র  তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বোমাবাজি করে এবং গুলি চালায় কিছু দুষ্কৃতী।

অভিযোগ, পুলিশ কাটমানি ইস্যু নিয়ে রাস্তা অবরোধ করা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পরই বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপসের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বোমা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় রাজু পাল নামে এক তৃণমূল নেতার নাম সামনে এসেছে। রাজু প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত। তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের দাবি, পরিকল্পনা করেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে সব্যসাচীর লোকজন। আর ওই হামলাও পরিকল্পিত বলে দাবি ডেপুটি মেয়রের ঘনিষ্ঠদের।

ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। কয়েক জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 3 =