দেশ 

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে মোদী সরকার , তিন তালাক বিলের পর ৩৭০ ধারা বাতিল ; বাকি রইল রামমন্দির ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংসদে রাষ্ট্রপতির নির্দেশিকা তুলে ধরে ৩৭০ ধারা তুলে দেওয়া হল । ফলে কাশ্মীর এতদিন ধরে যে বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্য ছিল তা বাতিল হয়ে গেল । আর এটা শ্যমাপ্রসাদের আমল থেকেই দাবি করা হয় যে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিতে হবে । এক দেশ এক নিশান ছিল শ্যামাপ্রসাদের স্বপ্নের ভারত । সেদিক থেকে অনেকটাই এগিয়ে গেল মোদী সরকার । তারা শ্যমাপ্রসাদের স্বপ্নকেই শুধু সাকার করেননি , বরং তারা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন । এবার বাকি রইল রামমন্দির ।

 আজ ৩৭০ অনুচ্ছেদ রদের পথ প্রশস্ত হওয়ার পরে বিজেপি সঙ্ঘ পরিবার খুশি। তবে সঙ্ঘ নিজের কর্মীদের প্রকাশ্যে বেশি উচ্ছ্বাস দেখাতে বারণ করেছে, বিশেষত জম্মুকাশ্মীরে। বিজেপির এক নেতা বলেন, ‘‘তিন তালাক বিল পাশের পরে অভিন্ন দেওয়ানি বিধির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৩৭০ অনুচ্ছেদও বিলুপ্ত হতে চলল। বাকি রইল রামমন্দির। আগামিকাল থেকে সুপ্রিম কোর্টে রামমন্দির নিয়ে রোজ শুনানি। ফলে বছরের মধ্যে সেটিও শেষ হবে। বিজেপি আর সঙ্ঘের সব প্রধান কর্মসূচিই পূর্ণ হওয়ার পথে।

Advertisement

কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আজ যৌথ বিবৃতি দেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত সরকার্যবাহ সুরেশ (ভাইয়াজি) জোশী। বলেন, ‘‘সরকারের এই সাহসী পদক্ষেপকে অভিনন্দন জানাচ্ছি। এটি জম্মুকাশ্মীরসহ পুরো দেশের জন্য খুবই প্রয়োজন ছিল। নিজের স্বার্থ রাজনৈতিক মতভেদ ভুলে সকলের উচিত একে স্বাগত জানানো।’’ বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমারও বলেন, ‘‘এই সাহসী পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে জম্মুকাশ্মীরসহ পুরো দেশের উন্নয়নের পথ প্রশস্ত হবে। জনতা এই পদক্ষেপকে দৃঢ়তার সঙ্গে সমর্থন করবে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + six =