কলকাতা 

বিধাননগরে সরকারি অনুষ্ঠানেও আমন্ত্রন পেলেন না মেয়র সব্যসাচী দত্ত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেত্রী গুড বুক থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিলেন । দল তার বিরুদ্ধে যেকোনো সময় ব্যবস্থা নিতে পারেন এটা আগে আঁচ পাওয়া গিয়েছিল । কিন্ত সব্যসাচী দত্ত এখনও বিধাননগরের মেয়র । সুতরাং বিধাননগরের যেকোনো সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ তিনি যে পাবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই । অথচ সরকারি দলের মেয়র হয়েও আজ বিধাননগরের এক সরকারি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ । এ প্রসঙ্গে অবশ্য বিধাননগরের মেয়রের বক্তব্য তিনি অনাহূত নন।

রবিবার বিধাননগরে ৫৩টি অগ্নিনির্বাপণ যান-এর উদ্বোধন ছিল৷ দমকল মন্ত্রী সুজিত বসু সেই যানের উদ্বোধন করেন৷ সেখানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু, পরিষদীয় মন্ত্রী তাপস রায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, দমকল বিভাগের সচিব খলিল আহমেদ সহ অনেকেই এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন৷ কিন্তু যে এলাকায় অনুষ্ঠানটি হল সেখানকার মেয়রকেই আমন্ত্রন জানানো হয়নি৷ মেয়র সব্যসাচী দত্তকে কেন আমন্ত্রণ জানানো হল না, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন দমকলমন্ত্রী সুজিত বসু৷ এমনকি তৃণমূলের বাকি নেতারাও কোনও উত্তর দিলেন না৷

Advertisement

এই ঘটনায় সব্যসাচী দত্তর প্রতিক্রিয়া, “আমায় কেন ডাকা হল না সেটা আমি কীভাবে বলব? যাঁরা ডাকেননি তাঁরাই এর কারণ বলতে পারবেন৷ আমি তো জোর করে বলতে পারিনা যে আমায় আমন্ত্রণ জানান৷ আমি অনাহূত নই৷”

তৃণমূল সূত্রের খবর, দল থেকে সব্যসাচী বহিষ্কার করার প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গিয়েছে৷খুব শীঘ্রই বিধাননগর পুরসভার তৃণমূল অনাস্থা প্রস্তাব আনতে চলেছে৷ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব দিয়েছেন৷ আগামী সপ্তাহে বিধাননগর পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন ফিরহাদ৷যদিও দল থেকে বহিষ্কার কিংবা বিধাননগর পুরসভায় তৃণমূলের অনাস্থার প্রক্রিয়াকে পাত্তা দিতে চাইছেন না সব্যসাচী৷ তিনি শুধু বলেন, “যখন হবে তখন দেখব”৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − twelve =