কলকাতা 

সিইএসসি এলাকায় বিদ্যুতের ইউনিট পিছু দাম বেশি কেন জানতে চাইলেন মন্ত্রী , সিইএসসি-র জবাবে সন্তুষ্ট নন , রিপোর্টে তলব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের রাজধানী শহর দিল্লির চেয়েও কয়েক গুন বেশি বিদ্যুৎ বিল দিতে হয় কলকাতার বাসিন্দাদের । বিধানসভায় এই প্রশ্ন উঠার পরই রাজ্যের বিদ্যুত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতার বিদ্যুত প্রদানকারী সংস্থা সিইএসসি-র কাছে জানতে চায় কেন বিদ্যুতের দাম বেশি । তারই প্রেক্ষিতে সংস্থার কর্তারা জানিয়েছেন, সিইএসসি-র অনেকটা এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে ভূগর্ভস্থ ব্যবস্থার মাধ্যমে তাই ইউনিট প্রতি দাম কিছুটা বেশি৷ যদিও এমন ব্যাখ্যায় ঠিক সন্তুষ্ট হননি মন্ত্রী৷ ফলে তিনি তাদের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন৷

কেন একই রাজ্যে ভিন্ন এলাকায় বিদুতের দামে ফারাক তা নিয়ে বুধবার বিধানসভায় প্রশ্ন তোলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ তখন সেই প্রশ্নের মুখে পড়ে বিদ্যুৎমন্ত্রী জানান, তিনি সিইএসসি-র সঙ্গে বৈঠক করে এই বিষয়ে কারণ জানতে চাইবেন৷ এই দামের ফারাকের কারণ জানতেই মন্ত্রী বৃহস্পতিবার দিনই সিইএসসি-র কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন৷

Advertisement

ওইদিন সুজন চক্রবর্তী পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন তুলেছিলেন, এ রাজ্যে অন্য রাজ্যেগুলির তুলনায় বিদ্যুতের দাম বেশি কেন? তিনি উল্লেখ করেন,তামিলনাড়ু, গুজরাত, হিমাচল প্রদেশ এবং ওড়িশায় বিদ্যুতের দাম যথাক্রমে ৩ টাকা ৫৩ পয়সা, ৪ টাকা ৩ পয়সা, ৪ টাকা ৭০ পয়সা এবং ৪ টাকা ৪৫ পয়সা।

পাশাপাশি সেদিন শোভনদেব মনে করিয়ে দেন, বিদ্যুতের দাম কিন্তু সরকার ঠিক করে না।দাম নির্ধারণের জন্য রয়েছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন৷ তাছাড়া পাল্টা যুক্তি হিসেবে বিদ্যুৎমন্ত্রী দাবি করেন, মহারাষ্ট্র অথবা দিল্লির চেয়ে এ রাজ্যে বিদ্যুতের দাম কম।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 4 =