আন্তর্জাতিক 

পুতিন ও জি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেই মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর শেষ করে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আবার সাংহাই কোঅপারেশনের বৈঠকে যোগ দিতে কয়েক দিন পরেই বিদেশ যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই সামিটে এশিয়া মহাদেশের প্রায় সব কটি দেশই যোগ দেবে । ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান আলোচনায় বসার জন্য মোদীকে অনুরোধ করেছেন । কিন্ত সাংহাই কো –অপারেশন সামিটে ইমরান খান হাজির থাকলেও তাঁর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই ।

সোমবার  বিদেশমন্ত্রকের সেক্রেটারি গীতেশ শর্মা সাংবাদিকদের  জানিয়েছেন, মোদীর সঙ্গে বৈঠক হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের। চিনের প্রেসিডেন্ট জি জিংপিংয়ের বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

তবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের কোনও সম্ভাবনা নেই। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে মোদীর বৈঠকের কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই।

কিরঘিজিস্তানে রয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ভুক্ত দেশগুলের সম্মেলন৷ সেখানে অংশ নেবে ভারত৷ যোগ দেবে পাকিস্তানও৷ মনে করা হচ্ছিল এই সম্মেলনের এক ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে দুই প্রতিবেশী দেশের৷ কিন্তু নয়াদিল্লির তরফে আগেই নাকচ করে দেওয়া হয় সেই প্রস্তাব৷ যদিও তারপরও হাল ছাড়েনি ইসলামাবাদ৷ অনেকটা আগ বাড়িয়েই দেওয়া হয় আলোচনার প্রস্তাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷

পাক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযযায়ী, ইমরান খানও চিঠিতে আলোচনার মধ্যে দিয়ে কাশ্মীর সমস্যা মেটেনোর কথা বলেছেন৷ দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের লক্ষ্যে ভার-পাক একযোগে কাজ করা উচিত বলেও মনে করেন ইমরান৷ তাই আলোচনার এই প্রস্তাব৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + ten =