কলকাতা 

‘উন্নয়ন বন্ধ করে পে কমিশন করা হবে না বেতন কমিশনের রিপোর্ট পেশের পরেই ডিএ ও বেতন বাড়ানো নিয়ে ভাবনা‘ সরকারি কর্মচারিদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোমবার নবান্নে ক্ষমতায় আসার আট বছরের কাজের পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক সম্মেলন নানা বিষয় নিয়ে কথা বলেন । এদিন সাংবাদিকরা সরকারি কর্মচারিদের পে-কমিশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন , রাজ্য সরকারের পক্ষ থেকে ১২৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে৷

উন্নয়ন বন্ধ করে পে কমিশন করা হবে না৷ যদি পে কমিশন রিপোর্ট দেয়, তাহলে অবশ্যই ভাবনা চিন্তা করবে রাজ্য সরকার৷ কিন্তু কোনও প্রকল্প বন্ধ করে পে কমিশন করা হবে না বলে এদিন জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিগত ৬ মাস ধরে নাকি কেন্দ্র রাজ্যকে কয়লা সরবরাহ করছে না , ফলে বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে । তিনি অভিযোগ করেন বাকি সব রাজ্যকে কয়লা দেওয়া হলেও, পশ্চিমবঙ্গ বাদ থেকে যাচ্ছে৷

এদিন মমতা আরও বলেন চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা ঋণশোধ করতে হবে রাজ্যকে৷ জিএসটি বাবদ আয় বেড়েছে ২৩ শতাংশ৷ সামাজিক খাতে সরকারি ব্যয় বেড়েছে বলেও এদিন জানান তিনি৷

তিনি অভিযোগ করেন নীতি আয়োগের নামে রাজ্যের নানা ইস্যুতে নাক গলাচ্ছে কেন্দ্র৷ যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ নীতি আয়োগের বৈঠকে গিয়ে লাভ নেই বলেই তিনি সেই বৈঠক বাতিল করেছেন বলে জানান মমতা৷ শুধু ভাষণ শুনতে দিল্লি তিনি যাবেন না বলে কেন্দ্রকে কটাক্ষ করেন৷

তবে এরই সঙ্গে তাঁর মত যোজনা কমিশন তৈরি হলেই তিনি দিল্লি যাবেন, সেই বৈঠকে যোগ দেবেন৷ এদিন মমতা বলেন ৮ বছরে কৃষিক্ষেত্রের পিছনে সরকারি ব্যয় বেড়েছে ৫ গুণ৷ পরিকল্পনা খাতে ৮গুণ খরচ বেড়েছে৷ ৯ গুণ খরচ বৃদ্ধি পেয়েছে সামাজিক খাতে৷ ১০০ দিনের কাজে যেন অবহেলা না হয়, সেদিকে নির্দেশ দেওয়া হয়েছে৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − eight =