জেলা 

আগামী ৭২ ঘন্টায় আরও গরমে তপ্ত হবে বাংলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবার প্রবল গরমে তপ্ত হতে চলেছে বাংলা । দেশজুড়ে চলছে অসহ্য গরম , রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে ।

জানা গিয়েছে, সোমবার থেকেই জারি থাকবে তাপপ্রবাহ। কলকাতার ও আশেপাশের ছয় জেলায় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি। মূলত কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে আগামী তিনদিন এই তাপমাত্রা থাকবে।

Advertisement

এছাড়া তাপপ্রবাহের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই তালিকায় রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। আগামী তিন দিন জারি থাকবে সেই তাপপ্রবাহ।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুধু উচ্চ তাপমাত্রাই নয়, সঙ্গে থাকবে অস্বস্তিকর আবহাওয়াও।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে ১৫ জুন বর্ষা প্রবেশ করার কথা, কারন কেরলে যেদিন বর্ষা প্রবেশ করে নিয়ম অনুযায়ী তাঁর দিন চারেক পরে উত্তরবঙ্গে বর্ষা আসে। তারপর তার আর দিন তিন চার পর দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু পাকাপাকিভাবে জায়গা করে নেওয়া উচিৎ স্বাভাবিক নিয়ম অনুযায়ী। কিন্তু এখনও পরিস্থিতি অনুকূল নেই সঙ্গে মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ।

আগামী ৭২ ঘন্টা দেশজুড়ে গরম এবং তাপপ্রবাহ চলবে । এর ফলে গরমে নাজেহাল হবে বাংলার মানুষ । এখনই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনার কথা আবহাওয়া দফতর বলতে পারছে না । এদিকে গরমের ছুটি কাটিয়ে আজই রাজ্য সরকারের শিক্ষা-প্রতিষ্ঠানগুলি খুলেছে । কিন্ত শিক্ষকরা উপস্থিত থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই নগন্য ছিল ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 1 =