দেশ 

অসম্মানজনক শর্তে মোদীর মন্ত্রীসভায় যোগ দেয়নি জেডিইউ , বিহারে ফিরে গিয়ে মধুর বদলা নিলেন নীতিশ ; কী বদলা নিলেন জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপির অসম্মানজনক শর্তে মোদী মন্ত্রীসভায় সামিল হয়নি নীতিশ কুমার জনতা দল ইউনাইটেড । অন্যদিকে বিহারে নীতিশ কুমার তাঁর মন্ত্রীসভার সম্প্রসারণ করেছেন সেখানে কোনো বিজেপি বিধায়ককে মন্ত্রী করা হয়নি । আর দলের হয়ে রবিবার সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী বলেছেন , ‘‘কেন্দ্রীয় মন্ত্রিসভায় শুধুমাত্র একজনকে পূর্ণ মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। জেডি (ইউ)-এর পক্ষে যা গ্রহণ করা সম্ভব হয়নি। তাই ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভবিষ্যতে আর কখনও এনডিএ নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেব না। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।’’ 

এরআগে ৩০ মে দলীয় সদস্যদের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমে নীতিশ কুমার বলেছেন, ‘‘জেডি (ইউ) থেকে মাত্র একজনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই নামমাত্র উপস্থিতি আমাদের চাই না বলে ওদের জানিয়ে দিয়েছি।

Advertisement

ওই দিন সন্ধ্যায় রাইসিনা হিলে নরেন্দ্র মোদীর শপথগ্রহণে হাজির হলেও, তার একদিন পর ফের সংবাদ মাধ্যমে মুখ খোলেন নীতীশ। তিনি বলেন, ‘‘মন্ত্রিসভায় নামমাত্র উপস্থিতির চেয়ে বাইরে থেকে সরকারকে সমর্থন করব আমরা। তা ছাড়া একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। জেডি (ইউ)-এর সমর্থন নিয়ে দুশ্চিন্তার প্রয়োজনই নেই ওদের।’’

অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নাম তুলে নেওয়ার পর রবিবার বিহার মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটান নীতীশ কুমার। লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন বিধায়ক সাংসদ নির্বাচিত হওয়ায়, শূন্যস্থান পূরণ করতে দিন জন নতুন মন্ত্রী নিয়োগ করেন তিনি। কিন্তু এই নয়া মন্ত্রীর সকলেই সংযুক্ত জনতা দলের নেতা। শরিক দল বিজেপির কেউ নেই সেখানে। জায়গা হয়নি জোটের আর এক শরিক লোক জনশক্তি পার্টিরও। তবে সুশীলকুমার মোদীর দাবি, বিজেপির একজনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন নীতীশ কুমার। দিন টুইটারে সুশীল লেখেন, ‘বিজেপিকে শূন্যস্থান পূরণের প্রস্তাব দিয়েছিলেন নীতীশ কুমার। তবে বিজেপি ভবিষ্যতে তা পূরণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।পরে নয়া মন্ত্রীদের শপথগ্রহণের ছবিও টুইট করেন তিনি।

রাজ্য মন্ত্রিসভায় কে, টা আসন পাবে তা আগে থেকেই স্থির ছিল বলে দিন জানান নীতিশ কুমারও। তাঁর দাবি, ‘‘যখন জোট হয়েছিল, তখনই কে, টা আসন পাবে স্থির হয়ে গিয়েছিল। জেডি (ইউ) এর আসন খালি হয়ে গিয়েছিল। তাই বাড়ানো হয়েছে।’’

কেন্দ্রে সরকার গঠনে বিজেপি নীতিশের দলের প্রতি যে নীতি নিয়েছিল তারই বদলা হিসাবেই কী রাজ্য মন্ত্রীসভার সম্প্রসারণে বিজেপিকে বাদ দেওয়া হল ।

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 5 =