কলকাতা 

সোমবার দলীয় বিধায়ক ও মন্ত্রীদের কাজ ও জনসংযোগের হিসাব নেবেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলনেত্রী হিসাবে  ভোটের ফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে এলাকায় এলাকায় নিজে সভা করার উদ্যোগ নিয়েছেন । এবার বিধায়ক-মন্ত্রীদের মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সোমবার নবান্নে বৈঠকে ডাকলেন মন্ত্রী ও দলীয় বিধায়কদের। ভোটপর্বে দীর্ঘ প্রায় চার মাস সরকারি কাজ বন্ধ ছিল। কোনও প্রকল্প শুরু করতে চাইলেও তা সম্ভব ছিল না। ফলে সরকারের নিরবচ্ছিন্ন কাজে ছেদ পড়ছিল। ভোট পরবর্তী এই অবস্থায় কোথায় কোন কাজ আটকে, তারই বিস্তারিত পর্যালোচনায় এই বৈঠক বলে মনে করা হচ্ছে। সোমবার নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি। সংগঠনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে যেমন দলে বার্তা দিয়েছেন, তেমনই সরকারে ও প্রশাসনে আরও গতি আনতে চান মমতা। আগামী ১০ জুন মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন প্রশাসনের কর্তাদের নিয়ে। থাকবেন বিভিন্ন দপ্তরের সচিবরা। পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারদেরও সেই বৈঠকে ডাকা হয়েছে। কোথায় খামতি রয়ে গেল, মন্ত্রী-বিধায়কদের কাছ থেকে সেই কথাই শুনবেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের সেই কাজে কীভাবে আরও বেশি করে যুক্ত করা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা। উন্নয়নের কাজের সঙ্গে কীভাবে জনসংযোগ বাড়াতে হবে, সেই কৌশল রচনা এই বৈঠকে প্রধান লক্ষ্য। লোকসভা ভোটের ফলে দেখা গিয়েছে ১২৮টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি।

Advertisement

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 5 =