দেশ 

কংগ্রেস সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস দলের সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। টুইটারে এই খবর জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। শনিবার দলের সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদের সেন্ট্রাল হলে এই বৈঠক হয় ।

দিনের এই বৈঠকে সনিয়ার নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংসদীয় নেতা নির্বাচিত হওয়ার পর আরও গুরুদায়িত্ব আসতে চলেছে তাঁর ওপরে। লোকসভায় দলের নেতা কে হবেন, সেই সিদ্ধান্ত সনিয়াকেই নিতে হবে। ছেলে রাহুল না কি অন্য কোনো সাংসদ এই পদ পান, সেটাই দেখার।

Advertisement

উল্লেখ্য, গত পাঁচ বছর লোকসভায় কংগ্রেসের নেতা ছিলেন মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু বার আকস্মিক ভাবে নিজের কেন্দ্র থেকে হেরে গিয়েছেন তিনি। ফলে অন্য কেউ এই পদটি পাবে্ন, তা বলাই বাহুল্য। তবে মনে করা হচ্ছে রাহুলের বদলে অন্য কাউকে নেতা নির্বাচিত করতে পারেন সনিয়া। সে ক্ষেত্রে পাল্লা ভারী তিরুঅনন্তপুরমের তিন বারের সাংসদ শশী থারুরের।

উল্লেখ্য, আগের বারের মতো বারও বিরোধী দলের সরকারি তকমা পাচ্ছে না কংগ্রেস। কারণ মোট আসনের দশ শতাংশ আসন জিতলে তবেই বিরোধী দল হওয়া যায়। সে ক্ষেত্রে ৫৪টা আসনে জিততে হত কংগ্রেসকে। কিন্তু বার তাদের সাংসদ সংখ্যা ৫২। আগের বারের থেকে মাত্র আটটা বেশি।

দিনের এই বৈঠকের সময়ে সাধারণ মানুষ এবং কংগ্রেস কর্মীদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন সনিয়া। সেই সঙ্গে বার্তা দেন, “সকল কংগ্রেস কর্মীর এটা মনে রাখা উচিত, যে তাঁরা আমাদের দেশের সবিধানের জন্য লড়াই করছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীর জন্য লড়াই করছেন।

সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও সোনিয়া গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন । তিনি বলেছেন , আশা করি আপনার নেতৃত্বে কংগ্রেস সংসদের বিরোধী দলের দায়িত্ব যথাযথভাবে পালন করবে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 5 =