আন্তর্জাতিক 

ভারতকে দেওয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র ; বে-কায়দায় মোদী সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র দুদিন হল । এই দুদিনের মধ্যে দুটি ঘটনা মোদী সরকারকে চাপে ফেলেছে । একটি শ্রম দফতরের দেওয়া রিপোর্ট যাতে স্পস্ট বলা হয়েছে দেশের বেকারত্বের হার বিগত ৪৫ বছর পর এত বেশি । অন্যটি হল আমেরিকা সরকারের এক সিদ্ধান্ত । এই সিদ্ধান্তে ভারতকে যে বিশেষ বাণিজ্যিক সুবিধা দেওয়া হত তা প্রত্যাহার করা হচ্ছে বলে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন । ৫ জুন থেকে এই বিশেষ মর্যাদা ভারত আর পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাণিজ্যে এই বিশেষ সুবিধা ভারত ছাড়া আর কয়েকটি দেশকে দেওয়া হত। কিন্তু ভারতের উপকার হত সব থেকে বেশি। শুধু ২০১৭ সালে . বিলিয়ন ডলার মূল্যের জিনিস আমেরিকায় পাঠাতে পেরেছে ভারত। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার ট্রাম্প বলেন, “আমরা যে ধরনের বাণিজ্যিক সুবিধা ভারতকে দিই, সেই রকম কোনো সাহায্যের আশ্বাস আমরা ভারতের থেকে পাইনি। জুন থেকে এই মর্যাদা ভারত আর পাবে না।

Advertisement

রকম কিছু একটা হতে পারে, সেটা গত মার্চ থেকে আন্দাজ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় আসার পরে সেই সিদ্ধান্ত থেকে ট্রাম্প সরে আসতে পারেন বলেও মনে করা হচ্ছিল, যে হেতু ট্রাম্পের সঙ্গে মোদীর ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু শেষমেশ সেই সিদ্ধান্তই নেওয়া হল।

এই প্রসঙ্গে মার্কিন প্রশাসনের এক কর্তা বলেন, “নরেন্দ্র মোদী নতুন করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এতে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুগম হবে। কিন্তু মার্চ মাসে যে সিদ্ধান্ত নেওয়া  হয়েছিল তা পরিবর্তন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − four =