দেশ 

মোদীর শপথের দুদিন পরেই মধ্যবিত্তের উপর চাপল বোঝা ; বাড়ল রান্নার গ্যাসের দাম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবারই শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী । আর শনিবারই বেড়ে গেল রান্নার গ্যাসের দাম । মধ্যবিত্তের উপর বোঝা চাপল । শনিবার ভর্তুকি যুক্ত এবং ভর্তুকি বিহীন, দুই ধরনের এলজিপি বা রান্নার গ্যাসের দামই বাড়ানো হয়েছে। ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা করে। অন্যদিকে ভর্তুকি বিহীন সিলিন্ডারে দাম বেড়েছে ১.২৩ টাকা।

দেশের সব থেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুন থেকে দিল্লিতে ভর্তুকি বিহীন গ্যাসের দাম ৪৯৬.১৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৯৭.৩৭ টাকা।

Advertisement

এছাড়াও ভর্তুকি বিহীন সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ২৫ টাকা করে। মে মাসে এই দাম ছিল ৭২৫ টাকা। ইন্ডিয়ান ওয়েল সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য বেড়ে যাওয়া এবং ডলারের তুলনায় টাকার মূল্যের হেরফেরের জেরে এই মূল্যবৃদ্ধি। এর আগে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১ মে, ২৮ পয়সা।

এদিনের এই মূল্যবৃদ্ধির পর ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম ২০১৪-র পর থেকে বাড়ল ১০০ টাকার বেশি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + 20 =