কলকাতা 

সারদা চিটফান্ড মামলার প্রথম তদন্তকারী অফিসারকে জেরা করল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সারদা চিটফান্ড মামলার তদন্ত করার জন্য গঠিত সিট প্রথম তদন্তকারী অফিসার প্রভাকর নাথকে মঙ্গলবার সিবিআই সল্টলেক অফিসে তলব করা হয় এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ২০১৯এর লোকসভা ভোটের পর এই প্রথম সারদা নিয়ে সিবিআই আবার আসরে নামল

জানা গেছে , এই মামলায় আর এক তদন্তকারী অফিসার দিলীপ হাজরাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে প্রথমের দিকে একবার হাজিরা দিলেও, পরবর্তী সময়ে দিলীপ হাজরা হাজিরা দেননি বলে জানা গিয়েছে।

Advertisement

এর আগেও এই দুই অফিসারকে তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। ২০১৮ সালে সারদা তদন্তে একাধিক আইপিএসকে তলব করেছিল সিবিআই। যাঁদের মধ্যে ছিলেন রাজীব কুমার, বিনীত গোয়েল, তমাল বসু এবং পল্লবকান্তি ঘোষ। তলব করা হয়েছিল তৎকালীন বিধাননগরের ডিসি ডিডি অর্ণব ঘোষকেও।

গতবছরেই অপর তদন্তকারী অফিসার দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সুদীপ্ত সেনকে যখন কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়, তখন আইও ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + fifteen =