দেশ 

মোদীর সাধের ‘‘ উজ্জ্বলা ‘‘ প্রকল্পের বিজ্ঞাপনে যে মহিলার ছবি দেখা যায় , তিনি আর্থিক কারণে গ্যাস নিতেই পারেন না , বিজ্ঞাপনের প্রচার আছে , বাস্তবতা নেই কটাক্ষ কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদী রাজীব গান্ধীকে ভ্রষ্টাচার নম্বর ওয়ান বলার পরেই কংগ্রেস তার কৌশল পরিবর্তন করেছে । কংগ্রেস এবার মোদীর ৫ বছরের কাজ কর্ম নিয়ে সমালোচনা করতে শুরু করেছে । তথ্য প্রমাণ তুলে ধরে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে মোদীর আমলে আসলে কিছুই হয়নি ।

গতকালই পি চিদম্বরম থেকে আহমেদ পটেলরাও আজ নেমে পড়লেন মোদীর পাঁচ বছরের ব্যর্থতা নিয়ে কথা বলতে। দিল্লিতে আজ দফায় দফায় সাংবাদিক সম্মেলন করল কংগ্রেস।

Advertisement

তাঁরা  টেনে আনলেন গুড্ডি দেবীর কথা। তিন বছর আগে উত্তরপ্রদেশের বালিয়ার যে মহিলা ছিলেন প্রধানমন্ত্রীর ‘উজ্জ্বলা’ প্রকল্পের ‘ম্যাসকট’। কিন্তু অর্থের অভাবে তিন বছরে মাত্র ১১টি সিলিন্ডার নিতে পেরেছেন।

কংগ্রেসের কটাক্ষ, ‘‘মোদীর বড় বড় বিজ্ঞাপন হয়, ঢাক পিটিয়ে প্রচার হয়। কিন্তু কাজের কাজ হয় না। অভিনেতাদের বদলে গুড্ডি দেবীকে দিয়ে সাক্ষাৎকার নেওয়ান না প্রধানমন্ত্রী!’’ স্যুট-বুট সরকার কী ভাবে গ্রামের অর্থনীতিকে ভেঙে দিয়েছে, রোজগার ‘ভ্যানিশ’ করে দিয়েছে, বিনিয়োগ থমকে গিয়েছে, পরিসংখ্যানের জালিয়াতি হচ্ছে—  একে একে মেলে ধরলেন তাঁরা।

চিদম্বরম বললেন, ‘‘প্রধানমন্ত্রী অপ্রাসঙ্গিক কথা বলে যতই ভোটের মোড় ঘোরানোর চেষ্টা করুন না কেন, মানুষ সব বোঝেন।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − four =