জেলা 

ভোট দিয়ে ফেরার পথে নদীয়ার হাঁসখালিতে বোমার আঘাতে গৃহবধূ রক্তাক্ত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোমবার ভোটের দিন  নদীয়ার হাঁসখালিতে ভোট দিয়ে ফেরার সময় এক গৃহবধূ বোমার আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ ।

এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। আহত গৃহবধূ তাদের দলের কর্মী বলেই দাবি তৃণমূল কংগ্রেসের। তাদের বক্তব্য, হাঁসখালির ছোট মুড়াগাছা কেন্দ্রে ভোট দিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেই সময় সেখানে আসছিলেন শাসক দলের প্রার্থী। তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বিজেপি কর্মীরা বোমা ছুঁড়লে ওই গৃহবধূ এবং তাঁর স্বামীর কাছাকাছি বোমাটা পড়ে   বলে অভিযোগ। বোমার স্প্রিন্টার ওই গৃহবধূর হাতে গিয়ে লাগে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Advertisement

অন্যদিকে, শান্তিপুরের বাঁইগাছিতে তৃণমূল কংগ্রেসের তিন বাইক আরোহী দুষ্কৃতী বিজেপির নির্বাচনী কার্যালয় ভেঙে দেয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের মারধর করে বলেও অভিযোগ। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + 20 =