দেশ 

গুজরাট দাঙ্গায় গণধর্ষিতা বিলকিস বানুকে সরকারি চাকরি -বাসস্থান সহ ৫০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০০২ সালের গুজরাট দাঙ্গায় গণধর্ষিতা বিলকিস বানু টানা ১৭ বছর ধরে আইনী লড়াই করার পর বিচার পেল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই মামলার রায় দিতে গিয়ে বলে যে অত্যাচারের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তাতে কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তবে এদিন সুপ্রিম কোর্ট তাঁকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে গুজরাট সরকারকে। এদিন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।

এর পাশাপাশি বিলকিস বানুকে চাকরি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনার সময় বিলকিস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময়ে হামলায় বিলকিসের পরিবারকে মেরে ফেলা হয়। খুন করা হয় তাঁর দুই বছরের কন্যা সন্তানকেও।

Advertisement

এছাড়া বম্বে হাইকোর্ট যাদের দোষী সাব্যস্ত করেছে, তাদের শাস্তির বন্দোবস্তও দুই সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে। এর আগে গুজরাত সরকার ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। যা নাকচ করে সর্বোচ্চ আদালতে বিলকিস বানু আবেদন করেন। তারই প্রেক্ষিতে ক্ষতিপূরণের পরিমাণ দশ গুণ বাড়িয়ে দিয়েছে আদালত।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + six =