দেশ 

মুসলিম মেয়েদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা , কেন্দ্র ও মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ আদালতের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তিন তালাক বির্তকের পর আবার মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে।  এর শুনানির পর কেন্দ্র ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাছে তাদের অবস্থান হলফনামা দিয়ে  জানাতে বলেছেন বিচারপতি এসএ বোবডে ও এস আবদুল নাজিরের বেঞ্চ ।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই মামলা তারা শুনবে । সবরীবালা মন্দিরে মেয়েদের প্রবেশাধিকার দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় । সেই মামলায় হিন্দু মেয়েদের ওই মন্দিরে ঢোকার অধিকার দেয় দেশের শীর্ষ আদালত । এই দাবি নিয়ে এক মুসলমান দম্পতি সর্বোচ্চ আদালতে মামলাটি করেছে। তাঁদের দাবি, ভারতের মসজিদে মহিলাদের প্রবেশাধিকার না থাকা বেআইনি। তা সংবিধানের ১৪, ১৫, ২১, ২৫ ও ২৯ নম্বর ধারাকে লঙ্ঘন করছে।

Advertisement

আবেদনে বলা হয়েছে, পবিত্র কুরআনের কোথাও বা হজরত মহম্মদ (সা)-র বাণীর কোথাও মহিলাদের মসজিদ প্রবেশ নিষিদ্ধ বলেননি । পুরুষদের মতো মহিলাদেরও অধিকার রয়েছে মসজিদে প্রবেশ করার।

তবে মুসলিমদের কয়েকটি মাজহাব বা গোষ্ঠীর মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে  পারেন । এমনকি তারা ঈদের নামাজেও সামিল হন ।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + four =